Thyroid Problem: থাইরয়েডের সমস্যা আছে? বাচ্চা নেওয়ার পরিকল্পনা করলে সাবধান!
Complication in Pregnancy: নারী ও পুরুষের বিভিন্ন শারীরিক জটিলতার কারণেই এ রকম পরিস্থিতি সৃষ্টি হয়। এই সমস্যাগুলির মধ্যে অন্যতম হল থাইরয়েডের সমস্যা। বিশেষত যিনি মা হতে চাইছেন, তাঁর যদি থাইরয়েডের সমস্যা থাকে, তাহলে সন্তানধারণে একাধিক জটিলতা তৈরি হতে পারে। সন্তানধারণ ছাড়াও মহিলাদের ঋতুচক্রেও থাইরয়েডের ভারসাম্যহীনতা সমস্যা তৈরি করে।

বাচ্চা হওয়া নিয়ে অনেক দম্পতিকেই সমস্যার সম্মুখীন হতে হয়। স্বাভাবিক পদ্ধতিতে সন্তানধারণ করতে অসুবিধা হয়। নারী ও পুরুষের বিভিন্ন শারীরিক জটিলতার কারণেই এ রকম পরিস্থিতি সৃষ্টি হয়। এই সমস্যাগুলির মধ্যে অন্যতম হল থাইরয়েডের সমস্যা। বিশেষত যিনি মা হতে চাইছেন, তাঁর যদি থাইরয়েডের সমস্যা থাকে, তাহলে সন্তানধারণে একাধিক জটিলতা তৈরি হতে পারে। সন্তানধারণ ছাড়াও মহিলাদের ঋতুচক্রেও থাইরয়েডের ভারসাম্যহীনতা সমস্যা তৈরি করে। গর্ভবস্থাতেও তার প্রভাব রয়েছে।
থাইরয়েড কী?
থাইরয়েড হল গলার কাছে থাকা একটি অন্তঃক্ষরা গ্রন্থি। প্রজাপতি আকারের এই গ্ল্যান্ড স্বরযন্ত্রের পাশেই থাকে। এই গ্রন্থি থেকে টি৩, টি৪, টিএসএইচের মতো বিভিন্ন হরমোন ক্ষরিত হয়। এবং তা রক্তে মিশে ছড়িয়ে পড়ে শরীরে।
থাইরয়েডের সমস্যা কেন হয়?
থাইরয়েড মতো গ্রন্থির বিভিন্ন হরমোনের যেমন টিএসএইচ, টি৩, টি৪ উৎপাদনে সমস্যা হলে তাঁকে থাইরয়েডের সমস্যা বলে। এই সব হরমোন বেশি মাত্রায় উৎপাদিত হলে যে সমস্যা হয় তাঁকে হাইপারথাইরয়েডিজম বলে। আবার এই সব হরমোন উৎপাদন কমে গেলে তাঁকে হাইপোথাইরয়েডিজম বলে।
থাইরয়েড গ্রন্থি অতি সক্রিয় হয়ে পড়লে মহিলাদের একাধিক সমস্যা দেখা যায়। ঋতুচক্র কমিয়ে দেয়, ওজন কমে যায়, ঘাম হওয়া বেড়ে যায়। থাইরয়েডের যথাযথ চিকিৎসা না করিয়ে অন্তঃসত্ত্বা হলে নানান সমস্যা দেখা দিতে পারে। যেমন মা ও শিশুর উভয়েরই সমস্যা দেখা দিতে পারে। অন্তঃসত্ত্বার শেষ পর্যায়ে মায়ের রক্তচাপ অস্বাভাবিক হারে বাড়তে পারে। তাই এই সমস্যায় অন্তঃসত্ত্বা হলে চিকিৎসকের পরামর্শ আবশ্যক।
হাইপোথাইরয়েডিজম বেশি দেখা যায়। এর জেরে অস্বাবাভিক ওজন বৃদ্ধি, ক্লান্তি, ঋতুচক্রে রক্ত বের হওয়া বেড়ে যাওয়ার মতো সমস্যা তৈরি হয়। এমনকি এর জেরে ডিম্ভাবশে সিস্ট তৈরির প্রবণতা বাড়ে বলে উঠে এসেছে গবেষণায়। ওভ্যুলেশন প্রক্রিয়াতেও তা বাধা দেয়। এর জেরে সন্তান ধারণ প্রক্রিয়া বাধার তৈরি করে। এই সব সমস্যায় চিকিৎসকের পরামর্শ মতো নিজেদের ভবিষ্যত পরিকল্পনা করা উচিত।
