AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tight Inner Wears: স্টাইলের জন্য টাইট ইনার ওয়্যার পরলে বন্ধ্যাত্ব পর্যন্ত হতে পারে, কী করণীয় জেনে নিন…

আজকের দিনে ‘ব্রা-লেস’ থাকা নতুন ফ্যাশন ট্রেন্ড। এটা টাইট পোশাক পড়ার তুলনায় অনেক স্বাস্থ্যকর। সারাদিন ব্রা পড়ে থাকা এমনিতেই অস্বস্তিকর। তাছাড়া, সারাদিন ব্রা পড়ে থাকার কারণে অনেক ক্ষতিও হয়।

Tight Inner Wears: স্টাইলের জন্য টাইট ইনার ওয়্যার পরলে বন্ধ্যাত্ব পর্যন্ত হতে পারে, কী করণীয় জেনে নিন...
| Edited By: | Updated on: Oct 04, 2021 | 2:08 PM
Share

আপনাকে যদি বলা হয়, আমাদের পোশাকের জন্যও আমাদের বিভিন্ন রকমের চর্ম রোগ হয়ে থাকে, বিশ্বাস করবেন? বিশেষজ্ঞরা বলছেন, ভুল অন্তর্বাস পরার কারণে ত্বকের ক্ষতির আশঙ্কা থাকে। তাই, সেই বিপদ এড়িয়ে যাওয়ার জন্য শুধুমাত্র ডিজাইন দেখে ইনার ওয়্যার কেনা বন্ধ করুন। যদি আপনি খুব বেশি টাইট ইনার ওয়্যার পরেন, তাহলে সেক্ষেত্রে আপনার প্রভূত ক্ষতির সম্ভাবনা থাকে।

অতিরিক্ত সিগারেট খাওয়া কিংবা মদ খাওয়া পুরুষদের বন্ধ্যাত্বের দিকে ঠেলে দেয়। এই বশয়ে আমরা সকলেই মোটামোটি জানি। অক্সফোর্ড ইউনিভার্সিটির তরফ থেকে করা একটি গবেষণাতে বলা হয়েছে, ছেলেরা যদি খুব বেশি টাইট ইনার ওয়্যার ব্যবহার করে তাহলে সেক্ষেত্রেও তাদের স্পার্ম কাউন্ট কমে যেতে পারে। ‘হিউম্যান রিপ্রোডাকশন’ জার্নালে প্রকাশিত তথ্য অনুযায়ী বক্সার জাতীয় ইনার ওয়্যার পরলে শুক্রাণুর সংখ্যাগত অবস্থা অনেকটাই ভাল থাকে।

Don't Wear Tight Inner Wears

মেয়েদের ক্ষেত্রেও বিষয়টা কম বেশি একই থাকছে। আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের একটি জার্নালে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, মেয়েরা যদি নিজের পরিমিত সাইজের থেকে ছোট অর্থাৎ টাইট প্যান্ট বা ইনার ওয়্যার পরে, তাহলে তাদের ইউরিনারি ট্র্যাকে ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। খুব টাইট প্যান্ট পরার কারণে গোপনাঙ্গে ইস্ট সংক্রমণও হতে পারে। যা থেকে ত্বকে ইনফেকশন হতে পারে।

স্টাইলের ক্ষেত্রে একটা ধরন প্রায়ই লক্ষ্য করা যায়। টাইট পোশাক কেনার। এটা আদপে খুব বাজে একটা অভ্যেস। আপনি যখনই টাইট জিন্স বা ইনার ওয়্যার পরবেন তখনই তাতে বেশ কিছু অসুবিধের মুখে পড়তে হবে। গোপনাঙ্গে প্রচন্ড বেশি চাপ পড়ে টাইট ফিটিংসের প্যান্ট বা ইনার ওয়্যারের কারণে। এক্সারসাইজের সময় স্পোর্টস ইনার ওয়্যার ব্যবহার করুন। খুব টাইট ইনার ওয়্যার পরলে ঘাম জমে গিয়ে সেই স্থানে চুলকানিও হতে পারে। ইনার ওয়্যার কেনার সময় খেয়াল রাখবেন সেগুলো যেন অবশ্যই সুতির তৈরি হয় আর হাওয়া চলাচল করতে পারে।

আজকের দিনে ‘ব্রা-লেস’ থাকা নতুন ফ্যাশন ট্রেন্ড। এটা টাইট পোশাক পড়ার তুলনায় অনেক স্বাস্থ্যকর। সারাদিন ব্রা পড়ে থাকা এমনিতেই অস্বস্তিকর। তাছাড়া, সারাদিন ব্রা পড়ে থাকার কারণে অনেক ক্ষতিও হয়। ব্রা আপনি চাইলেও খুব বেশি ঢিলে কিনতে পারবেন না। তাই, স্বাভাবিক ভাবেই ব্রা আপনার বুকের ওপর বেশ কিছুটা চাপ দেয়। এই চাপের কারণে বুকের হাড়ের প্রভূত ক্ষতি হওয়ার সম্ভাবনা বাড়তে থাকে। কিছু গবেষণায় জানা গেছে, সারাদিন ব্রা পরে থাকা স্তন ক্যানসারের সম্ভাবনা বাড়িয়ে তুলেছে।

আরও পড়ুন: Health Tips: স্বাস্থ্যকর খাদ্যতালিকায় সঠিক তেল বেছে নেওয়া কেন জরুরি জানেন?

আরও পড়ুন: Pregnancy Tips: গর্ভাবস্থায় সর্দি-কাশিতে ভুগছেন? বেছে নিন একটি ঘরোয়া প্রতিকার