ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। প্যাকেটের গায়ে যতই লেখা থাকুক এর ব্য়বহার কিন্তু কমে না। অনেকেই ধূমপান করেন। এর ফলে শরীরে ক্ষতি হয়, এ আর নতুন করে বলার নেই। কিন্তু অনেকের মধ্যে আরও একটা অভ্যেস রয়েছে। চা পানের সময় সিগারেট চাই-ই-চাই। তা না হলে যেন চায়ের তৃপ্তি আসে না। বা উল্টোদিকে বললে, চা ছাড়া সিগারেটে মন ভরে না। কিন্তু এই কম্বিনেশন যে কত্তটা বিপদজনক অনেকেই তা জানেন না। আবার হয়তো কেউ জেনেও অবহেলা করেন! কেন চা ও সিগারেটের কম্বিনেশন ভীষণ বিপদজনক?
সিগারেট যেন অনেকের কাছে এখন স্টাইল স্টেটমেন্টও হয়ে দাঁড়িয়েছে। যেন সমাজে তাল মিলিয়ে চলতে গেলে ইচ্ছে না থাকলেও সিগারেটে টান দিতেই হবে! এর ক্ষতির দিকটা সকলেই ওয়াকিবহাল। চায়ের সঙ্গে আরও বেশি।
বিশেষজ্ঞদের মতে, একই সঙ্গে চা পান এবং সিগারেটে টান শরীরের জন্য বড় রকমের বিপদ ডেকে আনতে পারে। একদম শুরুতেই হয়তো এর প্রভাব বোঝা যাবে না। ভবিষ্যতে হৃদযন্ত্রের সমস্যা এমনকি ক্যান্সারও হতে পারে। গবেষণায় ধরা পড়েছে, ধূমপান এবং মদ্যপানে ক্য়ান্সারের সম্ভাবনা এমনিতেই কয়েকগুণ বেড়ে যায়।
আরও একটি রিপোর্ট বলছে, একসঙ্গে চা ও সিগারেটের ফলে ক্য়ান্সারের সম্ভাবনা অন্তত ৩০ শতাংশ বাড়িয়ে দেয়। চা পানের জন্য হজমপ্রক্রিয়ার অঙ্গগুলি ক্ষতিগ্রস্ত করে। তেমনই সঙ্গে ধূমপান শরীরের কোষের ক্ষতি করে।
এর ফলে যা যা সমস্যা হতে পারে…