Patanjali: এসির ঠান্ডা হাওয়ায় দিচ্ছে ঘনঘন কাঁপুনি? হঠাৎ জ্বরের জ্বালা থেকে মুক্তি দিতে পারে পতঞ্জলি
Patanjali: পতঞ্জলি তরফে জানা গিয়েছে, পুদিনা, কর্পূর, ভীমসেনীর নির্যাসে তৈরি হয়েছে এই আয়ুর্বেদিক ওষুধ। আর এটাই তো স্বাভাবিক। কারণ পতঞ্জলি মানেই যে উৎকর্ষ মানের প্রাকৃতিক দ্রব্য।

নয়াদিল্লি: বাইরে রোদের ত্রহস্পর্শ, অফিস কিংবা বাড়ির ভিতরে এসির যান্ত্রিক ঠান্ডা হাওয়া। আর এই দুইয়ের মেল ডেকে আনছে যত বাড়তি ঝঞ্ঝা। ঠান্ডা-গরমে জ্বর, সর্দি, কাশি যেন হয়ে উঠেছে প্রতিদিনের সঙ্গী। এই থেকে মুক্তির উপায়টাই বা কী? সব সময় তো আর শুধু-শুধু ওষুধ খাওয়াও সম্ভব না।
এমন রোজকার ঝামেলা থেকে মুক্তির উপায় বলতে একটাই। তা হল আয়ুর্বেদিক চিকিৎসা। আর তাতে তো সেরার সেরা পতঞ্জলি। একটি গবেষণা বলছে, পতঞ্জলির দিব্য ধারা এই সকল সাময়িক ব্যাধি নিরাময়ে মহৌষধি। নিমিষে শেষ করে দিতে পারে রোজকার গ্যাস, মাথা ব্যাথা, জ্বর, সর্দি ও কাশির মতো ঝঞ্ঝাকে।
কী দিয়ে তৈরি এই ওষুধ?
পতঞ্জলি তরফে জানা গিয়েছে, পুদিনা, কর্পূর, ভীমসেনীর নির্যাসে তৈরি হয়েছে এই আয়ুর্বেদিক ওষুধ। আর এটাই তো স্বাভাবিক। কারণ পতঞ্জলি মানেই যে উৎকর্ষ মানের প্রাকৃতিক দ্রব্য।
কী কারণে খাওয়া উচিত?
পতঞ্জলির সহ-প্রতিষ্ঠাতা আচার্য বালকৃষ্ণ জানিয়েছেন, ‘স্বাভাবিক ভাবেই মাথা ব্যাথা, জ্বর, সর্দি ও কাশির মতো সাময়িক সমস্যার চিকিৎসার জন্য এই ওষুধ ব্যবহার করে থাকেন গ্রাহকরা। তবে এই রোগগুলি ছাড়াও আরও বেশ কয়েকটি পরিস্থিতিতে পতঞ্জলি দিব্য ধারার ব্যবহার কার্যকরী হয়েছে।’
তাঁর সংযোজন, ‘ধরুন, রোজকার দৌড়ঝাঁপ ভরা জীবনে কোনও কারণে চোট পেয়েছেন। এই পরিস্থিতিতে পতঞ্জলি দিব্য ধারা সাময়িক স্বস্তি দিতে কার্যকরী। কোনও কারণে দাঁতে ব্যাথা, স্বস্তি দিতে সক্ষম এই ওষুধ। এছাড়াও বাড়ন্ত দূষণের কারণে হওয়া হাঁপানি রোগ নিরাময়ে কার্যকরী এই ওষুধ। তবে রোগ নির্বিশেষে ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে নেওয়া প্রয়োজন।’





