Weight Loss Tips: কম খাবার খেয়েও মোটা হচ্ছেন! নিশ্চয় এই ভুলগুলি করছেন
কম খেয়েও ওজন বাড়তে থাকে অনেকের। এর পিছনেও রয়েছে কিছু কারণ। আসলে ওজন ঝরানো এমন এক প্রক্রিয়া যা কেবল খাওয়া কম বা ব্যায়ামেই সীমাবদ্ধ নয়। এর পাশাপাশি বেশ কিছু অভ্যাসও কমান গুরুত্বপূর্ণ। তাই খাবার কম খাচ্ছেন, কিন্তু এই সব ভুল করছেন।

ওজন বাড়তে সময় লাগে না, কিন্তু ওজন কমাতে গিয়ে খাটনির শেষ থাকে না। অনেকেই আছেন, যাঁরা অনেকদিন ধরেই ওজন কমানোর চেষ্টা করছেন, কিন্তু কাজের কাজ হচ্ছে না। ওজন কমাতে খাওয়া কমিয়ে দেন অনেকে। কম খেয়েও ওজন বাড়তে থাকে অনেকের। এর পিছনেও রয়েছে কিছু কারণ। আসলে ওজন ঝরানো এমন এক প্রক্রিয়া যা কেবল খাওয়া কম বা ব্যায়ামেই সীমাবদ্ধ নয়। এর পাশাপাশি বেশ কিছু অভ্যাসও কমান গুরুত্বপূর্ণ। তাই খাবার কম খাচ্ছেন, কিন্তু এই সব ভুল করছেন। তাহলে তো ওজন বেড়ে যাবেই। তাই ওজন ঝরাতে খাওয়া কমানোর পাশাপাশি এই অভ্যাস মেনে চলুন।
কম ঘুমালে, ঘুমের ঘাটতি হলে শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হয়। অসময়ে খিদে লাগার প্রবণতা তৈরি হয়। ফলে অসময়ে বেশি খাওয়া হয়। ওজন ঝরাতে চাইলে ঘুমের সঙ্গে কোনও আপোশ করা যাবে না।
দীর্ঘ সময় খালি পেটে থাকাও মোটের কাজের কাজ নয়। এতে ওজন তো কমেই না উল্টে বেড়ে যায়। তাই ওজন কমাতে সময় মতো খাবার খাওয়া সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। দরকারে পরিমাণে কম খান, কিন্তু সময়ে খান। এর পিছনে শারীরবৃত্তীয় কারণ রয়েছে। আপনি নিয়ম করে খাবেন না, তখন শারীরবৃত্তীয় চক্র ছন্দ হারাবে। খাবারে গ্যাপ হলে শরীর ঘাবড়ে যায় খাবারের জোগানের বিষয়ে। এই প্রবণতার জেরে অনেক ক্ষণ পর আপনি যখন খাবার খাবেন, শরীর সব খাবার রক্তে মেশাবে না। ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখবে। তা ফ্যাট আকারেই জমা হবে। ফলে ওজন তো কমবে না উল্টে বেড়ে যাবে।
