Influenza Vaccine: মরসুমের বদলের শরীর খারাপের হাত থেকে বাঁচতে কখন টিকা নেওয়া জরুরি? কে কে নিতে পারেন এই টিকা?
Influenza Vaccine: বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ফ্লু টিকা নেওয়ার পর রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে প্রায় দু'সপ্তাহ সময় লাগে, তাই ফ্লুয়ের মরসুম শুরু হওয়ার আগেই বার্ষিক টিকা নেওয়াটা প্রয়োজন।

মরসুম বদলের সময় জ্বর-সর্দি-কাশি হওয়াটা খুবই স্বাভাবিক ব্যপার। সেখান থেকে আরও বাড়াবাড়ি হয়ে নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা বা শ্বাসযন্ত্রের সমস্যাও দেখা দিতে পারে। তাই সুস্থ থাকতে অনেকে চিকিৎসক শিশুদের বা বয়স্কদের ইনফ্লুঞ্জার টিকা নিয়ে নিতে বলেন। তাতে বিপদ অনেকটা এড়ানো যেতে পারে। তবে কখন সেই টিকা নেওয়া উচিত? কী বলছেন বিশেষজ্ঞরা?
কখন নেওয়া উচিত ভ্যাকসিন?
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ফ্লু টিকা নেওয়ার পর রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে প্রায় দু’সপ্তাহ সময় লাগে, তাই ফ্লুয়ের মরসুম শুরু হওয়ার আগেই বার্ষিক টিকা নেওয়াটা প্রয়োজন। প্রতি বছর, ভারতে মরসুমি ইনফ্লুয়েঞ্জার দুটি সর্বোচ্চ মাত্রা দেখা যায়। একটি জানুয়ারি থেকে মার্চের মধ্যে এবং দ্বিতীয়টি বর্ষার ঠিক পরে।
চিকিৎসকের ভারতের মতো দেশে যারা এই সব মরসুমি অসুখের হাত থেকে বাঁচতে ভ্যাকসিন নিচ্ছেন তাঁদের জন্য টিকা নেওয়ার সবচেয়ে ভাল সময় মরসুম বদল শুরু হওয়ার আগেই টিকা নিয়ে নেওয়া। অক্টোবর মাসে বাজারে আপডেটেড ফ্লু ভ্যাকসিন পাওয়া যায়। যা বর্তমানে প্রচলিত অসুখের স্ট্রেনগুলি থেকে আপনাকে রক্ষা করতে কার্যকরী।
কাদের ইনজেকশন নেওয়া উচিত?
প্রত্যেকের ক্ষেত্রে প্রতি বছর এই টিকা নেওয়াটা অত্যাবশ্যক নয়। মূলত বয়স্ক ব্যাক্তিদের জন্য এই টিকা প্রতি বছর সঠিক সময়ে নেওয়াটা জরুরি। বিশেষজ্ঞদের মতে ৬৫ বছরের বেশি বয়সী বা পাঁচ বছরের কম বয়সী শিশুদের এই টিকা দেওয়া যেতে পারে। ডায়াবেটিস, হৃদরোগ, কিডনি রোগ বা হাঁপানি এবং ব্রঙ্কাইটিসের মতো শ্বাসযন্ত্রের রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্যও এটি সুপারিশ করা হয়। আবার যাঁদের সাধারণ রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তাঁদের জন্যও এই ইনজেকশন কার্যকরী।
টিকা নেওয়ার পরেও কি আপনার এই সব রোগ হতে পারে?
বিভিন্ন ঋতু এবং বিভিন্ন জনসংখ্যার ক্ষেত্রে ফ্লু টিকার কার্যকারিতার যথেষ্ট তারতম্য রয়েছে। WHO অনুসারে, এলোমেলো নিয়ন্ত্রণ পরীক্ষার ফলাফলে তিনটি ফ্লু স্ট্রেন ব্যবহার করে টিকার কার্যকারিতা প্রায় ৫৯% পাওয়া গেছে। তবে এর মানে এই নয় যে এই ফ্লু নিয়ে নিলেই নিশ্চিন্ত। কারণ এটি শুধুমাত্র একটি বর্ম মাত্র। তবে তা ১০০ শতাংশ নিরাপদ নয়। আপনি যদি নিয়ন্ত্রিত জীবন যাপন না করেন তাহলে টিকা নেওয়ার পরেও অসুস্থ হতে পারেন।





