AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Heart Attack: অল্প বয়সেই কেন বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি? কারণ জানলে ভয় পাবেন আপনিও

Heart Attack Symptoms: কর্মব্য়স্ত জীবনে শরীরচর্চার অভাব, ফাস্ট ফুডে পেট ভরানো, ধূমপান ও মদ্যপানের বদভ্যাসের জন্য শরীরে ঢুকে পড়ছে ডায়াবিটিস, থাইরয়েড, ওবেসিটি, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল-ট্রাইগ্লিসারাইডের মতো একাধিক সমস্যা। এছাড়া মানসিক চাপ তো রয়েছেই।

Heart Attack: অল্প বয়সেই কেন বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি? কারণ জানলে ভয় পাবেন আপনিও
অল্প বয়সেই কেন বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি? কারণ জানলে ভয় পাবেন আপনিও
| Edited By: | Updated on: Apr 17, 2023 | 4:00 PM
Share

যতদিন যাচ্ছে অল্প বয়সেই বাড়ছে হার্ট অ্য়াটাকের (Heart Attack) সমস্য়া। আগে ৬০-৭০ বছর বয়সীদের মধ্যে হার্ট অ্যাটাকের সম্ভাবনা দেখা যেত। তবে এখনও আর তা বয়স মানে না। খুব কম বয়সেই হার্ট অ্যাটাকে প্রাণ হারাচ্ছেন অনেকেই। কিন্তু কেন অল্প বয়সেই বাড়ছে হৃদরোগের ঝুঁকি? এক কারণ একটি নয় একাধিক। হার্ট অ্যাটাকের কারণ হিসেবে অনিয়ন্ত্রিত জীবনযাপন, মদ্যপানের (Drinking)মতো একাধিক বিষয়কে দায়ী করছেন বিশেষজ্ঞরা। আর কী-কী কারণ জুড়েছে এই তালিকায়?

কর্মব্য়স্ত জীবনে শরীরচর্চার অভাব, ফাস্ট ফুডে পেট ভরানো, ধূমপান ও মদ্যপানের বদভ্যাসের জন্য শরীরে ঢুকে পড়ছে ডায়াবিটিস, থাইরয়েড, ওবেসিটি, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল-ট্রাইগ্লিসারাইডের মতো একাধিক সমস্যা। এছাড়া মানসিক চাপ তো রয়েছেই যার পরোক্ষ প্রভাব পড়ে হৃদযন্ত্রের উপর। ছেলেদের তুলনায় মেয়েদের শিরা ও ধমনীর গঠন সরু হওয়ায় মেয়েদের মধ্যে হার্ট অ্যাটাকের আশঙ্কা একটু হলেও বেশি। আর পরিবারে হার্ট অ্যাটাকের ইতিহাস থাকলে এর ঝুঁকি বাড়ে। জীবনের গাড়িতে লাগাম টানতে না পারাকেই বিশেষ করে হার্ট অ্যাটাকের কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর জন্য বছরে কয়েকবার হার্ট চেক করানোটা ভীষণ জরুরি। তাকে হার্ট দুর্বল হলে বা তা জানা যায় ফলে আগাম চিকিৎসা শুরু করলে এই রোগের ঝুঁকি হ্রাস করা সম্ভব।

কী করে বুঝবেন আপনার হার্ট দুর্বল? বুকে ব্যথা: মাঝেমধ্যেই বুক চিনচিন করে? কিংবা বুকে ব্যথা? যদি এমনটা হয় গাফিলতি করবেন না। অবশ্যই বিশেষজ্ঞর পরামর্শ নিন।

শ্বাসকষ্ট: একটু হাঁটাচলা করলেই অনেকসময় শ্বাসকষ্ট হয়। হাঁপিয়ে যান অথবা শ্বাস নিতে কষ্ট হয়? হার্ট দুর্বল হলে অনেকসময় এই ধরনের সমস্যা হয়।

শরীরে ব্যথা: গলায়, চোয়ালে, পেটে, পিঠে হঠাৎ ব্যথা হলে তা একেবারেই এড়িয়ে যাবেন না। হৃদযন্ত্রে সমস্যা হলে এই ধরনের ব্যথা হয়। এরকম হলে দেরি না করে বিশেষজ্ঞর পরামর্শ নিন।

বিশেষজ্ঞদের মতে, কোভিডের পর হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই বৃদ্ধি পেয়েছে। করোনার সংক্রমণের ফলে রক্ত জমাট বেঁধে যাওয়ার সমস্যা দেখা দিচ্ছে। ফলে হার্টে স্বাভাবিক রক্ত সঞ্চালন ব্যহত হচ্ছে। তাই হার্ট অ্যাটাকের আশঙ্কা বাড়ছে।

Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।