Zodiac Signs: মুখের ওপর সত্যি কথা বলতে ভালবাসেন এই ৪ রাশির জাতকেরা

Horoscope: এমন অনেক মানুষ রয়েছে যাঁরা সোজাসাপটা কথা বলতে ভালবাসেন। তাঁদের মনে যে কথা থাকে, মুখেও সেই কথাই বলেন। তাঁরা স্পষ্টবাদী।

Zodiac Signs: মুখের ওপর সত্যি কথা বলতে ভালবাসেন এই ৪ রাশির জাতকেরা
Follow Us:
| Edited By: | Updated on: Feb 23, 2022 | 6:54 PM

মানুষের স্বভাবই তাঁর পরিচয় হয়। এমন অনেক মানুষ রয়েছে যাঁরা সোজাসাপটা কথা বলতে ভালবাসেন। তাঁদের মনে যে কথা থাকে, মুখেও সেই কথাই বলেন। তাঁরা স্পষ্টবাদী (straightforward)। তাঁদের পলিটিক্যালি কারেক্ট বা ডিপ্লোম্যাটিক হওয়ার প্রয়োজন পড়ে না। তাঁরা মনে করেন সততাই হল সর্বোত্তম নীতি। এই কারণে তাঁদের প্রায়শই কাঠখোট্টা, স্পষ্টবাদী, নিরস ইত্যাদি বলা হয়ে থাকে। আপনার পরিচিত এমন কেউ আছে নাকি? যদি না থাকে তাহলে আমরা দিচ্ছি সেই সব মানুষের রাশির (Horoscope) হদিশ। জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই ৪টি রাশির জাতক (Zodiac Signs) রয়েছে যারা নির্মমভাবে সৎ এবং এইভাবে প্রায়শই লোকেরা তাঁদের অভদ্র বা কঠোর বলে ভুল করেন। কোন কোন রাশির জাতক ‘স্পষ্টবাদী’ দেখে নিন এক নজরে…

সিংহ রাশি- সর্বদা কঠোর কথা বলে বা স্পষ্ট কথা বলে এই রাশির জাতকেরা। কিন্তু এমন রাশির জাতককে আপনি বিশ্বাস করতে পারেন। এই রাশির জাতকেরা সৎ এবং সত্যবাদী হয়। তাঁরা রেখে ঢেকে কথা বলা পছন্দ করে না। তাঁরা সব সময় সেই কথাই বলে যা তাঁদের মাথায় আছে।

কন্যা রাশি- কন্যা রাশির জাতকেরা আবেগ দ্বারা চালিত হয় বলে পরিচিত। যদি তাঁরা মনে করে যে, কারো প্রতি সৎ থাকার মাধ্যমে তাঁরা সেই ব্যক্তিকে কষ্ট থেকে বাঁচাতে পারবে, তাহলে তাঁরা সেটাই মেনে চলবে। কন্যারা হলেন সহানুভূতিশীল, যাঁরা ব্যক্তিকে আরও আত্ম-সচেতন হতে দেওয়ার জন্য কেবল সত্য কথা বলে।

বৃশ্চিক রাশি- বৃশ্চিকরা সামাজিক পরিস্থিতিতে এবং সেটিংসে কঠোর হতে বাধ্য। কারণ তাঁরা কূটনৈতিক হওয়ার শিল্প জানেন না। ব্যক্তিটি কী অনুভব করতে পারে সে সম্পর্কে যত্ন না নিয়ে বা চিন্তা না করে তাঁরা যা বলতে চায় তাই বলে। এই কারণে অনেকেই তাঁদের ভুল ভাবে। কিন্তু আদতে তাঁরা হলেন স্পষ্টবাদী।

ধনু রাশি- ধনুরা অত্যন্ত স্পষ্টবাদী হয়। তাঁরা কখনই তাঁদের কথাকে ছোট করে এবং নৃশংস কিন্তু সুনিশ্চিতভাবে সত্য বলে। তাঁদের মধ্যে কোনও অসৎ ইচ্ছা বা বিদ্বেষ নেই এবং তাঁরা কেবল কঠোর সত্য কথা বলতে বিশ্বাস করেন।

আরও পড়ুন: Magha Purnima 2022: সাফল্য-সমৃদ্ধি পেতে মাঘী পূর্ণিমায় রাশি অনুযায়ী কী কী করবেন, জেনে নিন

আরও পড়ুন: Monthly Horoscope 2022: এই মাসেই কি আসবে জীবনের প্রথম প্রেম? কোন কোন রাশির জাতকের ভাগ্য জুটবে চাকরির দিশা, জানুন

আরও পড়ুন: Zodiac signs as house plants: রাশি মেনে আপনার ব্যক্তিত্ব অনুযায়ী বাড়িতে কোন ধরনের গাছ লাগাবেন, জানুন