Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gajakesari Yoga 2024: ১৬দিন পরই ৫ রাশির ভাগ্যে জুটবে সোনার পাথর-বাটি! দেবগুরু-চন্দ্রের মিলনে সুখবৃষ্টি সংসারেও

Zodiac Signs: জ্যোতিষশাস্ত্র অনুসারে, ২০২৪ সালের প্রথম মাসের ১৮ ও ১৯ জানুয়ারি অত্যন্ত শুভ ও বিশেষ হতে চলেছে। কারণ এই দুটি দিনেই পালিত হচ্ছে বছরের অন্যতম বিরল একটি যোগ, গজকেশরী রাজযোগ। এই যোগ শেষ হবে ২০ জানুয়ারির সকালে। আর এই যোগ তৈরি হয় যখন যেকোনও একটি রাশিতে চন্দ্র ও দেব গুরু বৃহস্পতি, উভয়েই মিলিত হয়।

Gajakesari Yoga 2024: ১৬দিন পরই ৫ রাশির ভাগ্যে জুটবে সোনার পাথর-বাটি! দেবগুরু-চন্দ্রের মিলনে সুখবৃষ্টি সংসারেও
Follow Us:
| Edited By: | Updated on: Jan 02, 2024 | 4:00 PM

নতুন বছর শুরু হতেই শুরু হয়েছে গ্রহ-নক্ষত্রের রাশি বদলের হিড়িক। জ্যোতিষশাস্ত্র অনুসারে, ২০২৪ সালের প্রথম মাসের ১৮ ও ১৯ জানুয়ারি অত্যন্ত শুভ ও বিশেষ হতে চলেছে। কারণ এই দুটি দিনেই পালিত হচ্ছে বছরের অন্যতম বিরল একটি যোগ, গজকেশরী রাজযোগ। এই যোগ শেষ হবে ২০ জানুয়ারির সকালে। আর এই যোগ তৈরি হয় যখন যেকোনও একটি রাশিতে চন্দ্র ও দেব গুরু বৃহস্পতি, উভয়েই মিলিত হয়। তাই এই শুভ দিন সব রাশির জাতক-জাতিকাদের জন্য বিশেষ হতে চলেছে।

জ্যোতিষীদের মতে, সর্বার্থ সিদ্ধি যোগ ও সিদ্ধি যোগও গঠিত হচ্ছে ১৮ জানুয়ারি। সর্বার্থ সিদ্ধি যোগ ও গজকেশরী যোগের জেরে ৫ রাশির জন্য সেরা হতে চলেছে। সোনার মতো উজ্জ্বল ও সুখ, সমৃদ্ধিতে ভরপুর হয়ে উঠবে এই ৫ রশির ভাগ্য। সেই রাশির তালিকায় আপনার রাশি আছে কিনা, জেনে নিন এখানে…

মেষ রাশি: এই বিশেষ রাজযোগের কারণে এই রাশির পরিবেশ থাকবে অনুকূলে।  ঘুর জুড়ে শুধুই থাকবে আনন্দে। মানসিক শান্তি বজায় থাকবে। যে কাজই করুন না কেন, আপনি তাতে সফল হবেন। শ্বশুরবাড়ির কাছ থেকে ভাল খবর পেতে পারেন। হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থার উন্নতি হবে। আগের থেকে বেশি টাকা আয় করতে পারে। বন্ধুদের সঙ্গে ভাল সময় কাটবে।

মিথুন রাশি: এই রাজযোগের কারণে আর্থিক দিক ও সামাজিক জীবনে চরম শক্তি লাভ করতে পারেন। যশ-খ্যাতি বাড়বে দ্বিগুণ। অর্থের আগমন ভালই হবে। আয় বৃদ্ধির কারণে অর্থের দুশ্চিন্তার অবসান হবে। কর্মক্ষেত্রে বসের সুনজরে থাকবেন। পদোন্নতি বা বেতন বৃদ্ধির সুবিধা পেতে পারেন। ব্যবসায়ীরা লাভবান হবেন। অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে। সন্তানদের কাছ থেকে ভাল খবর পাবেন।

কর্কট রাশি: গজকেশরী রাজযোগের কারণে কর্মজীবনে দারুণ সুবিধা পাবেন।  বেতন এবং পদ দুটোই বাড়তে পারে। সমাজে সম্মান ও সম্পদ বৃদ্ধি পেতে পারে। নতুন গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে। এই সময়ে আপনি সরকারি সাহায্যের সুবিধা পেতে পারেন। পারিবারিক সুখ ও সুযোগ সুবিধার জন্য অর্থ ব্যয় হবে। দাম্পত্য জীবন সুখেই কাটবে।

তুলা রাশি: রাজযোগের কারণে জীবনে আসবে আনন্দের বন্য়া। পরিবার ও বন্ধুদের সঙ্গে মজা করবেন, তাতে মানসিক চাপ উপশম হবে অনেকটাই। নতুন কারওর সঙ্গে দেখা হতে পারে। খ্যাতি ও গৌরব বৃদ্ধি পাবে।  সমাজে সম্মান বাড়বে।

বৃশ্চিক রাশি: এই দু দিনে আত্মবিশ্বাস ও সাহস থাকবে তুঙ্গে। আপনার চালে শত্রুদের ষড়যন্ত্র ব্যর্থ হবে। কর্মজীবনে সাফল্যের পর সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে পরিবেশ থাকবে অনুকূলে। হঠাৎ করে আটকে থাকা টাকা হাতে পেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে।