AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Horoscope Today: কর্কটের কপালে বিদেশ যাত্রা, কুম্ভের নতুন সুযোগ, জেনে নিন কোন রাশির ভাগ্যে কী?

Horoscope Today on 17 October 2025 in Bengali: আজকে কোনও কোনও বিষয়ে আপনাকে থাকতে হবে, সেটাও জানা যাবে জ্যোতিষশাস্ত্রে। আজ কেমন যাবে স্বাস্থ্য, কেমন থাকবে মানসিক অবস্থা, চলুন জেনে নেওয়া যাক আজকের মেষ রাশিফল। আজ কি আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে ও আপনার সামনে কি বাধা আসতে পারে, তা জানতে আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে, দেখে নেওয়া যাক একঝলকে।

Horoscope Today: কর্কটের কপালে বিদেশ যাত্রা, কুম্ভের নতুন সুযোগ, জেনে নিন কোন রাশির ভাগ্যে কী?
| Updated on: Oct 17, 2025 | 12:30 AM
Share

মেষ রাশি – আটকে থাকা টাকা ফিরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুর সঙ্গে মতানৈক্য হতে পারে। কর্মক্ষেত্রে চুপ থাকুন, নাহলে সমস্যায় পড়তে পারেন। আর্থিক গোলযোগে জড়িয়ে পড়তে পারেন।

বৃষ রাশি – নতুন কোনও মানুষের সঙ্গে পরিচয় হতে পারে। আর এই মানুষটিই বয়ে নিয়ে আসবে নতুন সুযোগ। শরীরের দিকে একটু নজর দিন। নাহলে সমস্যায় পড়তে পারেন।

মিথুন রাশি – নতুন কোনও সুযোগ আপনার অপেক্ষা করছে। যে সুযোগ আপনার পুরো জীবনটা রাতারাতি বদলে দেবে। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ পাবেন। তবে মাথা ঠান্ডা রাখুন।

কর্কট রাশি – কর্মক্ষেত্রে উন্নতির যোগ। বিদেশ থেকে সুখবর আসতে পারে। স্ত্রী বা স্বামীর সঙ্গে বিবাদে জড়াতে পারেন। মাথা ঠান্ডা রাখুন। তাড়াহুড়োতে কোনও সিদ্ধান্ত নেবেন না।

সিংহ রাশি – বৃহস্পতিবার কৃপায় আপনার জীবনে অনেকগুলো নতুন সুযোগ আসবে। তবে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিন। আপনার একটা ভুলে বিপাকে পড়তে পারেন। অর্থের যোগ রয়েছে।

কন্যা রাশি – আজকের দিনটায় কম কথা বলুন। অকারণে কোনও ঝামেলায় জড়াবেন না। নিজের দিকে একটু নজর দিন। মাথা গরমে কোনও ভুল সিদ্ধান্ত নিতে পারেন। একটু সতর্ক থাকুন।

তুলা রাশি – কর্মক্ষেত্রে সহকর্মীর কাছ থেকে কোনও সাহায্য পেতে পারেন। বহুদিন ধরে আটকে থাকা কাজ, ঝটপট শেষ হবে। নিজেকে একটু সময় দিন। শরীরের দিকে একটু নজর দিন। পরিবারের কারও সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তে পারেন।

বৃশ্চিক রাশি –  পরীক্ষার্থীদের জন্য দিনটা বেশ শুভ। পরীক্ষায় শুভফলের আশা করতে পারেন। যাঁরা বিদেশে চাকরির খোঁজ করছেন, তাঁরা বিদেশে যাওয়ার সুযোগ পাবেন। প্রেম, প্রীতির যোগাযোগ রয়েছে।

ধনু রাশি – সময়টা আপনার হাতের মুঠোয়। দুম করেই দিন বদল হবে আপনার। হঠাৎ করেই পাবেন সুখবর। কর্মক্ষেত্রে প্রশংসিত হবে আপনার কাজ। সব মিলিয়ে দিনটা ভালই যাবে।

মকর রাশি – নিজের আবেগকে সামলে রাখুন। নাহলে বিপদে পড়তে পারেন। পুরনো কোনও বন্ধুর সঙ্গে দেখা হয়ে যেতে পারে। ভুল বোঝাবুঝি থেকে দূরে থাকুন। কম কথা বলুন। দিনটির শুরুটা খারাপ হলেও, দিনের শেষে সুখবর পাবেন।

কুম্ভ রাশি – খুব শীঘ্রই আপনার জীবনে দারুণ সুযোগ আসতে চলেছে। কর্মক্ষেত্রেও উন্নতি। তবে নিজেকে একটু সময় দিন। তীর্থক্ষেত্রে ঘুরতে যাওয়ার সুযোগ আসতে পারে।

মীন রাশি – আপনার আজকের দিনটি মোটের উপর ভালই যাবে। নিজেকে একটু সময় দিন। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। পুরনো বন্ধুর কাছ থেকে কোনও সুখবর পেতে পারেন।