Indian Navy: ১ ঘণ্টা ৫০ মিনিটের টানটান অপারেশন, তাতেই পাকিস্তানকে বলে বলে গোল দিল ভারতীয় নৌসেনা
Indian Navy: আরব সাগরে ভারতের জলসীমার একেবারে শেষ সীমায় কাল ভৈবর নামে একটি বোটে ছিলেন ভারতের মত্স্যজীবীরা। সেখানে ঢুকে পাক উপকূলরক্ষীরা তাঁদের জোর করে তুলে নিজেদের বোটে তুলে নেয় বলে অভিযোগ।
একটা দৃশ্য কল্পনা করুন। সমুদ্রের বুকে ছুটছে একটি বোট। যত দ্রুত সম্ভব সমুদ্রের কোথাও একটা এলাকা পেরিয়ে যেতে চাইছে। তাকে ধাওয়া করছে আরও একটি বোট। তাঁর লক্ষ্য, কোনওভাবেই যেন সামনের বোটটি নির্দিষ্ট সীমানা পার করতে না পারে। ঠিক যেন ইঁদুর আর বিড়ালের লড়াই। একসময় দুটি বোট পিছনে থাকা বোটটি আরও গতি বাড়িয়ে এগিয়ে যায়। ব্লক করে দেয় অন্য বোটটিকে। একই কায়দায় সম্প্রতি পাক বাহিনীর বোটকে ধাওয়া করছিল ভারতীয় উপকূলরক্ষা বাহিনী। আরব সাগরের বুকে ১ ঘণ্টা ৫০ মিনিটের টানটান অপারেশন। পাকিস্তানের মেরিটাইম সিকিউরিটি এজেন্সির সঙ্গে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর চোর-পুলিশ খেলা। ভারতীয় জলসীমা থেকে ৭ ভারতীয় মত্স্যজীবীকে কার্যত অপহরণ করে পালাচ্ছিল পাক উপকূলরক্ষী বাহিনী। একবার পাক জলসীমায় ঢুকে পড়লেই তারা ধরাছোঁয়ার বাইরে চলে যেত। ভারতীয় মত্স্যজীবীদের দেশে ফেরানোও অনিশ্চিত হয়ে যেত।
সেই সম্ভাবনার কথা মাথায় রেখেই পাকিস্তানের বোটকে ধাওয়া করে উপকূলরক্ষা বাহিনীর সদস্যরা। পাকিস্তানি বোটের পথ আটকে ওই ৭-জনকে উদ্ধার করেন জওয়ানরা। কীভাবে ভাবে পাক উপকূল রক্ষীর হাতে পড়লেন ওই মত্স্যজীবীরা?
আরব সাগরে ভারতের জলসীমার একেবারে শেষ সীমায় কাল ভৈবর নামে একটি বোটে ছিলেন ভারতের মত্স্যজীবীরা। সেখানে ঢুকে পাক উপকূলরক্ষীরা তাঁদের জোর করে তুলে নিজেদের বোটে তুলে নেয় বলে অভিযোগ। তার আগে এক মত্স্যজীবী বুদ্ধি করে রেডিও মারফত ভারতীয় উপকূলরক্ষীদের কাছে সাহায্য চেয়েছিলেন। সেই বার্তা পেয়ে পাক বোটকে তাড়া করে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর ৩টি বোট। উপকূলরক্ষী বাহিনী সূত্রে খবর, দু-দেশের স্থলসীমার মতো জলসীমা নিয়েও অনেক বিভ্রান্তি রয়েছে। ইয়োলো স্পট রয়েছে। অর্থাত্ যে এলাকা দুপক্ষই নিজেদের বলে দাবি করে। পাকিস্তান মাঝেমধ্যেই ওই এলাকায় ঢুকে ইচ্ছেমতো মত্স্যজীবীদের তুলে নিয়ে যায়। সেই চ্যালেঞ্জের মোকাবিলায় স্মার্ট ফেন্সিং-র কাজ চালাচ্ছে কেন্দ্র।