AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rain in Jammu: ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু, বৈষ্ণোদেবী যাত্রার পথে ধসে মৃত ৬ পুণ্যার্থী

Landslides in Jammu: প্রশাসন জানিয়েছে, ধসের জেরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বাড়ি ভেঙে ২ জনের মৃত্যু হয়েছে। এবং হড়পা বানে মৃত্যু হয়েছে ২ জনের। প্রশাসনের তরফ থেকে নদীর ধারে বসবাসকারীদের সরে যেতে বলা হয়েছে।

Rain in Jammu: ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু, বৈষ্ণোদেবী যাত্রার পথে ধসে মৃত ৬ পুণ্যার্থী
ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জম্মুImage Credit: PTI
| Updated on: Aug 26, 2025 | 8:34 PM
Share

জম্মু: কয়েকদিন আগেই হড়পা বানে বিধ্বস্ত হয়েছিল জম্মু-কাশ্মীরের কিস্তওয়ার। তার দিন তিনেক পর মেঘভাঙা বৃষ্টিতে ধস নেমে কাঠুয়ায় প্রাণ যায় কয়েকজনের। সেই ভয়াবহতার রেশ এখনও কাটিয়ে উঠতে পারেনি উপত্যকাবাসী। এরইমধ্যে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু। মঙ্গলবার বৃষ্টির জেরে ধসও নামে ডোডা জেলায়। ১০ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার পথে ৬ পুণ্যার্থীর মৃত্য়ু হয়েছে।

শ্রী মাতা বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ডের তরফে এক্স হ্যান্ডলে বলা হয়েছে, ভারী বৃষ্টির জেরে বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার পথে ইন্দ্রপ্রসস্থ ভোজনালয়ের সামনে ধস নামে। ৬ জনের মৃত্যু হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন আহত হন। উদ্ধারকাজ চলছে। বৈষ্ণোদেবী যাত্রা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রশাসন জানিয়েছে, ধসের জেরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বাড়ি ভেঙে ২ জনের মৃত্যু হয়েছে। এবং হড়পা বানে মৃত্যু হয়েছে ২ জনের। মেঘভাঙা বৃষ্টির কথাও জানা গিয়েছে। প্রশাসনের তরফ থেকে নদীর ধারে বসবাসকারীদের সরে যেতে বলা হয়েছে। একাধিক নদীর জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে।

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু

ভারী বৃষ্টির জেরে ২৪৪ জাতীয় সড়কের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। যার জেরে কিস্তওয়ার ও ডোডার মধ্যে যোগাযোগকারী এই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বলেন, জম্মুর কয়েকটি এলাকার পরিস্থিতি উদ্বেগজনক। তিনি নিজে পরিস্থিতির উপর নজর রাখছেন বলে জানান। বন্যা পরিস্থিতি মোকাবিলায় এদিন একটি উচ্চপর্যায়ের বৈঠকও করেন তিনি। উদ্ধারকাজে নেমেছে সেনা। জম্মুতে আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।