৫ লাখ চেয়েছিল ‘ওরা’, ঘটিবাটি বেচে টাকা জোগাড় করতেই ১৩ বছরের ছেলেকে যেভাবে ফিরিয়ে দিল…মা-বাবা দেখতে পারলেন না আর
Crime: বুধবার বিকেল ৫টা নাগাদ টিউশনে যাওয়ার জন্য নিশ্চিত বাড়ি থেকে বের হয়েছিল। সন্ধে সাড়ে ৭টা বেজে গেলেও ছেলে বাড়ি না ফেরায় নিশ্চিতের বাবা জে অচিত তাঁর শিক্ষককে ফোন করেন। তিনি জানান, নিশ্চিত নির্দিষ্ট সময়েই টিউশন থেকে বেরিয়ে গিয়েছে।

বেঙ্গালুরু: বাবা বেসরকারি কলেজের অধ্যাপক। স্বপ্ন ছিল, ছেলে বড় হয়ে অনেক কিছু করবে। তবে সেই স্বপ্ন আর পূরণ হল না। টিউশন থেকে ফেরার পথে অপহরণ হয়ে গিয়েছিল ছেলে, তাঁকে ফিরিয়ে আনতে মুক্তিপণের টাকাও জোগাড় করছিলেন, এমন সময়ে দুঃসংবাদ নিয়ে এল পুলিশ। রাস্তার ধারে খোলা জায়গা থেকে উদ্ধার হল কিশোরের পোড়া দেহ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
বাবা-মায়ের একমাত্র সন্তান ছিল নিশ্চিত (১৩)। বেঙ্গালুরুর নামী ক্রাইস্ট স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ত সে। বুধবার বিকেল ৫টা নাগাদ টিউশনে যাওয়ার জন্য নিশ্চিত বাড়ি থেকে বের হয়েছিল। সন্ধে সাড়ে ৭টা বেজে গেলেও ছেলে বাড়ি না ফেরায় নিশ্চিতের বাবা জে অচিত তাঁর শিক্ষককে ফোন করেন। তিনি জানান, নিশ্চিত নির্দিষ্ট সময়েই টিউশন থেকে বেরিয়ে গিয়েছে।
আশেপাশের এলাকায় খুঁজতে গিয়েই ওই কিশোরের মা-বাবা কাগ্গালিপুরা রোডের আরেকেরে পার্কের কাছে নিশ্চিতের সাইকেল পড়ে থাকতে দেখেন। এরপরই তাঁদের কাছে ফোন আসে এবং ওপ্রান্ত থেকে বলা হয় যে নিশ্চিতকে অপহরণ করা হয়েছে। ৫ লক্ষ টাকা মুক্তিপণ দিলে তাঁকে ছেড়ে দেওয়া হবে।
এরপরই নিশ্চিতের মা-বাবা পুলিশে অপহরণের অভিযোগ দায়ের করেন। পুলিশ ওই ফোন নম্বরের লোকেশন ট্রেস করে তল্লাশি অভিযান শুরু করে। বৃহস্পতিবার নিশ্চিতের দ্বগ্ধ দেহ উদ্ধার হয় রাস্তার ধারের একটা ফাঁকা জায়গা থেকে। অপহরণকারীরাই তাঁকে খুন করে জ্বালিয়ে দিয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। তবে কে বা কারা নিশ্চিতকে অপহরণ করেছিল, তা এখনও জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

