AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RRB Banks: দেশ থেকে মুছে যাচ্ছে ১৫টি ব্যাঙ্ক, এগুলোতেই নেই তো আপনার টাকা?

RRB Banks: প্রশাসনিক সূত্রে খবর, এমনটা কিছুই হবে না। ১৫টি ব্যাঙ্কের নাম মুছে যাবে ঠিকই। কিন্তু তাতে প্রভাব পড়বে না উপভোক্তাদের উপর। জানা গিয়েছে, বাকি থাকা ১৫টি ব্যাঙ্ক এতদিন পর্যন্ত স্বতন্ত্রভাবে নিজেদের কাজ চালিয়ে যেত, তারা এবার একত্র হয়ে কাজ চালাবে।

RRB Banks: দেশ থেকে মুছে যাচ্ছে ১৫টি ব্যাঙ্ক, এগুলোতেই নেই তো আপনার টাকা?
রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়াImage Credit: Getty Image
| Updated on: Apr 30, 2025 | 5:34 PM
Share

কলকাতা: আগামিকাল থেকেই মুছে যাচ্ছে দেশের ১৫টি ব্যাঙ্ক। চলতি মাসেই গোটা দেশজুড়ে এক রাজ্য এক গ্রামীণ ব্যাঙ্ক নীতির ঘোষণা করেছিল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। যা লাগু হতে চলেছে আগামিকাল অর্থাৎ পয়লা মে থেকে। এবার সেই নীতির জেরেই দেশে মুছে যাবে ১৫টি গ্রামীণ ব্যাঙ্কের নাম।

কী বলা হয়েছে নতুন নীতিতে?

এই নীতি লাগু করার আগে গোটা দেশজুড়ে গ্রামীণ ব্যাঙ্কের সংখ্যা ছিল ৪৩টি। যা ছেঁটে গিয়ে হয়ে দাঁড়াবে ২৮-এ। কিন্তু বাকি ১৫টি ব্যাঙ্কের কী হবে? তাদের কি ঝাপ বন্ধ হয়ে যাবে? ক্ষতি হবে গ্রাহকদের টাকার?

প্রশাসনিক সূত্রে খবর, এমনটা কিছুই হবে না। ১৫টি ব্যাঙ্কের নাম মুছে যাবে ঠিকই। কিন্তু তাতে প্রভাব পড়বে না উপভোক্তাদের উপর। জানা গিয়েছে, বাকি থাকা ১৫টি ব্যাঙ্ক এতদিন পর্যন্ত স্বতন্ত্রভাবে নিজেদের কাজ চালিয়ে যেত, তারা এবার একত্র হয়ে কাজ চালাবে। যার জেরে ব্যাঙ্কগুলির মধ্য়ে রেষারেষি কমবে। একটা রাজ্যে একটা গ্রামীণ ব্যাঙ্ক থাকার কারণে শাখার পরিমাণ বাড়বে। দিন শেষে সুবিধাই হবে উপভোক্তাদের।

কোন কোন রাজ্যে হবে একত্রীকরণ?

জানা গিয়েছে, নতুন মাসে মোট ১১টি রাজ্যের গ্রামীণ ব্যাঙ্কে হতে চলেছে একত্রীকরণ। এই রাজ্যগুলি হল অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, গুজরাট, জম্মু ও কাশ্মীর, কর্নাটক, মহারাষ্ট্র, ওড়িশা, রাজস্থান।

বাংলায় নতুন RRB নীতি লাগু হওয়ার পর বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক, পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক ও উত্তরবঙ্গ আরআরবি একত্রীকরণের পর তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক। একই ভাবে একত্রীকরণের জোয়ার দেখা যাবে বাকি ১০টি রাজ্যেও।