পুলিশ পরিচয় দিয়ে রেলস্টেশনে মহিলাকে ধর্ষণের অভিযোগ দুই ব্যক্তির বিরুদ্ধে
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজস্থানের জয়পুর যাওয়ার ট্রেন ধরার জন্য স্টেশনে এসেছিলেন ওই দম্পতি। কিন্তু সেই ট্রেন মিস করেন তাঁরা। এর পর ওই মহিলার স্বামী মদের খোঁজে স্টেশনের বাইরে গিয়েছিলেন। তিনি রোজ মদ খান বলে জানা গিয়েছে।

ভোপাল: পুলিশ পরিচয় দিয়ে এক মহিলাকে ধর্ষণ করার অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের অশোক নগর জেলার একটি থানায়। শনিবার ঘটনার কথা জানিয়েছে পুলিশ। জানা গিয়েছে, নির্যাতিতা মহিলার বয়স ৩০ বছরের আশপাশে। ট্রেন মিস করার পর স্টেশনে স্বামীর জন্য অপেক্ষা করেছিলেন ওই মহিলা। সে সময়ই দুই ব্যক্তি ওই মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজস্থানের জয়পুর যাওয়ার ট্রেন ধরার জন্য স্টেশনে এসেছিলেন ওই দম্পতি। কিন্তু সেই ট্রেন মিস করেন তাঁরা। এর পর ওই মহিলার স্বামী মদের খোঁজে স্টেশনের বাইরে গিয়েছিলেন। তিনি রোজ মদ খান বলে জানা গিয়েছে।
সে সময়ই সাধারণ পোশাকে দুই ব্যক্তি এসে নিজেদের পুলিশ বলে পরিচয় দেন। এবং মহিলার থেকে টিকিট দেখতে চান। তখন ওই মহিলার স্বামী ফিরে এসেছেন। ওই দম্পতি তাঁদের কাছে পরিচয় পত্র দেখতে চান। তখনই ওই মহিলার স্বামীকে অভিযুক্তদের মধ্যে এক জন মারধর করতে থাকেন। অপর জন মহিলাকে রেললাইনের পাশে ঝোপে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ। পরে অপরও ব্যক্তিও ওই মহিলাকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে।
এই ঘটনা নিয়ে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ডি) ধারায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের পরিচয় জানা যায়নি। অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তি হিসাবে মামলা দায়ের করে তাদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। অভিযুক্তদের গ্রেফতারের জন্য দলগঠনও করা হয়েছে।
