Hooch Tragedy: পেটে মদ পড়তেই দমবন্ধ ভাব, ঝাপসা হল চোখ! ‘ড্রাই স্টেটে’ বিষমদে বলি ২, দৃষ্টি হারালেন আরও ২জন
Bihar: এরা সকলেই শুক্রবার বা শনিবার মদ পান করেছিলেন। এরপরই তাঁরা একে একে অসুস্থ হয়ে পড়েন। মাথা ঘোরা, গা বমি হওয়া, পেট ব্যাথা, শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা যায়। ঘণ্টাখানেক পর থেকে এদের দৃষ্টিশক্তি ক্ষীণ হতে শুরু করে।
পটনা: রাজ্যে নাকি মদ বিক্রি ও পান নিষিদ্ধ। এদিকে, বিষমদ খেয়ে মৃত্য়ু মিছিল লেগেই রয়েছে। ফের ‘ড্রাই স্টেট’ বিহারে (Bihar) বিষমদ খেয়ে মৃত্যু হল দুইজনের। দৃষ্টিশক্তিও হারিয়ে ফেলেছেন দুইজন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিষমদের (Hooch) বিক্রি রুখতে ঘরে ঘরে তল্লাশি চালাচ্ছে পুলিশ (Police)।
পুলিশের তরফে জানানো হয়েছে, বিহারের মুজাফ্ফরপুরে বিষমদ পান করে কমপক্ষে ২ জনের মৃত্যু হয়েছে। পার্শ্বপ্রতিক্রিয়ায় আরও দুইজন দৃষ্টিশক্তি হারিয়েছেন। জানা গিয়েছে, মুজাফ্ফরপুরের পোখারিয়া পির এলাকা থেকে দুই-তিনদিন আগে কয়েকজন ওই মদ কিনে পান করেছিলেন। এরপরই পার্শ্বপ্রতিক্রিয়া শুরু হয়। রবিবার দুইজনের মৃত্যু হওয়ার পর পুলিশের নজরে বিষয়টি আসে। বিষমদের ভাঁটির খোঁজে বাড়ি বাড়ি তল্লাশি শুরু করেছে পুলিশ। পাশাপাশি কেউ যদি সম্প্রতি মদ্যপান করে থাকেন, তাদেরও চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।