AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভারতে বিশ্বকাপ খেলতে এসে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার ২ মহিলা ক্রিকেটার, গ্রেফতার অভিযুক্ত

Australian Cricketer Harassed: অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট টিম র‌্যাডিসন ব্লু হোটেলে থাকছে। সকাল ১১টা নাগাদ সেখান থেকেই সামনের একটি ক্যাফেতে যাচ্ছিলেন দুই মহিলা ক্রিকেটার। অভিযুক্ত বাইকে চেপে তাদের পিছু নেয় এবং তাদের শরীরে হাত দেয় অভিযোগ।

ভারতে বিশ্বকাপ খেলতে এসে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার ২ মহিলা ক্রিকেটার, গ্রেফতার অভিযুক্ত
শ্লীলতাহানির শিকার ২ অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটার।Image Credit: X
| Edited By: | Updated on: Oct 25, 2025 | 2:46 PM
Share

ভোপাল: ভারতে বিশ্বকাপ খেলতে এসে শ্লীলতাহানির শিকার ২ অস্ট্রেলিয়ান ক্রিকেটার। মধ্য প্রদেশের ইন্দোরের একটি ক্যাফেতে যাওয়ার পথে শ্লীলতাহানির শিকার ২ অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটার। বাইকে চেপে এক ব্যক্তি প্রকাশ্য রাস্তায় দিনে-দুপুরে ওই দুই মহিলা ক্রিকেটারকে হেনস্থা করে। এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলতেই এক সপ্তাহ ধরে মধ্য প্রদেশের ইন্দোরে রয়েছে অস্ট্রেলিয়া টিম। আজ, ২৫ অক্টোবর পুলিশের তরফেই প্রথম বিষয়টি সামনে আনা হয়। জানানো হয় যে অস্ট্রেলিয়া টিমের দুই মহিলা ক্রিকেটারকে শ্লীলতাহানির ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

জানা গিয়েছে, দুই দিন আগে, ২৩ অক্টোবর ঘটনাটি ঘটে। অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট টিম র‌্যাডিসন ব্লু হোটেলে থাকছে। সকাল ১১টা নাগাদ সেখান থেকেই সামনের একটি ক্যাফেতে যাচ্ছিলেন দুই মহিলা ক্রিকেটার। অভিযুক্ত বাইকে চেপে তাদের পিছু নেয় এবং তাদের শরীরে হাত দেয় অভিযোগ। বিপদ বুঝে মোবাইলে তারা এসওএস মেসেজ পাঠায়। সঙ্গে সঙ্গে টিমের নিরাপত্তার দায়িত্বে থাকা সিকিউরিটি অফিসার গাড়ি পাঠান।

বৃহস্পতিবার রাতে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করে অস্ট্রেলিয়ার সিকিউরিটি ম্যানেজার। অ্যাসিস্টেন্ট পুলিশ কমিশনার হিমানী মিশ্রা দুই খেলোয়াড়ের সঙ্গে দেখা করেন এবং তাদের বয়ান রেকর্ড করেন। এর ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়। ভারতীয় ন্যায় সংহিতার ৭৪ ও ৭৮ ধারায় অভিযোগ দায়ের করা হয়।

সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করে পুলিশ। গ্রেফতার করা হয় অভিযুক্তকে। জানা গিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে আগেও ক্রিমিনাল রেকর্ড রয়েছে।

এই ঘটনার তীব্র নিন্দা করে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “বিজেপির ডবল ইঞ্জিন সরকারের অধীনে নারী নির্যাতন, ধর্ষণ, অত্যাচার সীমাহীন পর্যায়ে পৌঁচ্ছছিল। এবার মধ্য় প্রদেশে যে ঘটনা ঘটল, তাতে সারা বিশ্বের কাছে ভারতের মাথা হেঁট করে দিল। ইন্দোরে সেখানে মহিলা বিশ্বকাপে খেলতে আসা অস্ট্রেলিয়া টিমের দুই সদস্যকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠল। ভাবা যায়, অস্ট্রেলিয়ার বিশ্বকাপ টিমের খেলোয়াড়, যারা ভারতে রয়েছেন, তাদের শ্লীলতাহানির চেষ্টা। তারা সঙ্গে সঙ্গে এসওএস মেসেজ পাঠান, তাদের টিম সিকিউরিটি অফিসার আসেন। বিকেলে এফআইআর দায়ের করা হয়। কাকে নাকি একটা ধরেছে। ক্রিকেটের আন্তর্জাতিক খেলা, সেখানে প্রকাশ্য রাস্তায় অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের সঙ্গে অশালীন আচরণ হচ্ছে। ভারতীয় জনতা পার্টি আন্তর্জাতিক স্তরে ভারতের মুখে কালি লেপে দিল, মাথা হেঁট করে দিল।”

অন্যদিকে বিজেপি নেতা সজল ঘোষ বলেন, “কুণাল ঘোষ এইসব কথা বলেন কী করে। কী অভিযোগ হয়েছে, তা আগে ব্য়াখ্যা করতে বলুন। গত ৯ অগস্ট আমার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনা হয়। পরে জানতে পারি এক ব্যক্তি আমার বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন। আমি নাকি গালি দিয়েছি। এটাকে শ্লীলতাহানি বলে ধরবেন না।”