AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ISIS Terrorist: ‘ফিদাইন’ ট্রেনিং চলছিল ওদের, প্ল্যান সফল হলে ভয়ঙ্কর ক্ষতি হয়ে যেত…রাজধানীর বুক থেকে গ্রেফতার ২ ISIS সন্দেহভাজন জঙ্গি

ISIS Module in India: প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃতরা আইসিসের সঙ্গে যুক্ত ছিল। পাকিস্তানের আইএসআই-র সঙ্গেও যোগ রয়েছে। ইসলামিক স্টেটের নামেই তারা নিজেদের কাজ চালাচ্ছিল। দিল্লিতেই তাদের বড়সড় সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা ছিল। সেই উদ্দেশেই ফিদাইন ট্রেনিং চলছিল।

ISIS Terrorist: 'ফিদাইন' ট্রেনিং চলছিল ওদের, প্ল্যান সফল হলে ভয়ঙ্কর ক্ষতি হয়ে যেত...রাজধানীর বুক থেকে গ্রেফতার ২ ISIS সন্দেহভাজন জঙ্গি
ফাইল চিত্র।Image Credit: X
| Edited By: | Updated on: Oct 24, 2025 | 1:59 PM
Share

নয়া দিল্লি: দেশের অন্দরেই আইসিস মডিউল! গ্রেফতার করা হল দুই সন্দেহভাজন জঙ্গিকে। তাদের চলছিল এক বিশেষ প্রশিক্ষণ। ফিদাইন অর্থাৎ আত্মঘাতী হামলার প্রশিক্ষণ নিচ্ছিল তারা। বড়সড় হামলার পরিকল্পনা ছিল তাদের, তার আগেই গ্রেফতার করল দিল্লি পুলিশের স্পেশাল সেল।

জানা গিয়েছে, ধৃত দুইজনের নামই আদনান। দুজনেই আবার ভোপালের বাসিন্দা। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে দিল্লির সাদিক নগর ও মধ্য প্রদেশের ভোপাল থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করে দিল্লি পুলিশের স্পেশাল সেল। আগেই ৪ জনকে গ্রেফতার করা হয়েছিল। তাদের সূত্র ধরেই এই দুই আদনানকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃতরা আইসিসের সঙ্গে যুক্ত ছিল। পাকিস্তানের আইএসআই-র সঙ্গেও যোগ রয়েছে। ইসলামিক স্টেটের নামেই তারা নিজেদের কাজ চালাচ্ছিল। দিল্লিতেই তাদের বড়সড় সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা ছিল। সেই উদ্দেশেই ফিদাইন ট্রেনিং চলছিল। দিল্লির বুকে কোনও জনবহুল এলাকায় তারা আত্মঘাতী হামলা চালাত বলে ছক কষছিল।

ধৃতদের কাছ থেকে ইলেকট্রনিক ডিভাইস ও বেশ কিছু অপরাধমূলক জিনিসপত্র উদ্ধার হয়েছে। ধৃতদের জেরা করে গোটা নেটওয়ার্ক সম্পর্কে এবং হামলার কী পরিকল্পনা ছিল, তা জানার চেষ্টা করা হচ্ছে। এই মডিউল কতদূর ছড়িয়েছে, তা এখনও জানা যাচ্ছে না। বিগত মাস ছয়েকের মধ্যেই মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে।