Physical assault: ৫ বছরের ছেলেকে যৌন নিগ্রহ ২২ বছরের যুবকের, বাধা পেতেই পাথর মেরে মাথা থেঁতলে খুন
Tamilnadu Physical assault: গত ৯ জুন পাঁচ বছরের সন্তানকে খুঁজে না পেয়ে পুলিশে নিখোঁজ ডায়রি করে পরিবার। অভিযোগ পাওয়া মাত্রই তদন্ত শুরু করে পুলিশ। কয়েকদিন পর শিশুটির মৃতদেহ একটি নির্জন এলাকা থেকে উদ্ধার করে পুলিশ।

নয়া দিল্লি: মর্মান্তিক ঘটনা তামিলনাড়ুতে। পাঁচ বছরের এক নাবালককে যৌন নির্যাতনের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। পরে শিশুটি কান্নাকাটি শুরু করলে তাকে পাথর দিয়ে মাথা থেঁতলে খুন। গ্রেফতার অভিযুক্ত। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুতে।
জানা গিয়েছে, তামিলনাড়ুর কারুমাঙ্গাঝানি গ্রামে মৃত ওই শিশুর পরিবার বাস করত। তারা বিহারের বাসিন্দা। ওই একই গ্রামে থাকেন বলদেব মাসুবা নামের বছর বাইশের যুবকও। তিনি অসমের বাসিন্দা।
গত ৯ জুন পাঁচ বছরের সন্তানকে খুঁজে না পেয়ে পুলিশে নিখোঁজ ডায়রি করে পরিবার। অভিযোগ পাওয়া মাত্রই তদন্ত শুরু করে পুলিশ। কয়েকদিন পর শিশুটির মৃতদেহ একটি নির্জন এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ছিল, শিশুটি হয়ত কোথাও থেকে পড়ে গিয়েছে, সেই কারণে তাঁর মাথায় আঘাত লেগেছে। পরে সিসিটিভি ফুটেজ সামনে আসে। সংশ্লিষ্ট সেই ফুটেজে দেখা যায় মাসুবাকে। অভিযুক্তকে আটক করে পুলিশ।
তারপর তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই তিনি স্বীকার করেন, পাঁচ বছরের ওই শিশুকে তিনি যৌন নিগ্রহ করেছেন। পরে শিশুটি কান্নাকাটি করে তাঁকে বাধা দিতেই একটি পাথর দিয়ে থেঁতলে খুন করে তাকে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

