Corona Virus: লাগাম টানা যাচ্ছে না করোনাগ্রাফে! দৈনিক আক্রান্ত বেড়ে ২৭ হাজার
India Corona Tracker: তবে কমেছে মৃতের সংখ্যা। একদিনে করোনার বলি হয়েছেন ২৮৪ জন।
নয়া দিল্লি: নতুন বছর শুরু হয়েছে। তারপরও পিছু ছাড়ছে না করোনা সংক্রমণ। প্রায় দু’বছর হতে চলল। করোনা সংক্রমণে ভুগছে গোটা বিশ্ব। কখনও বেড়েছে। কখনও কমেছে আক্রান্তের সংখ্যা। এদিকে, আতঙ্ক ধরাচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট। বিশ্বের পাশাপাশি সারা দেশে দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে ১ হাজারের গণ্ডি পার করেছে। দিল্লি, মুম্বইয়ের মতো বড় শহরগুলিতে শুরু হয়ে গিয়েছে গোষ্ঠী সংক্রমণ। তার মধ্যে উদ্বেগ বাড়িয়ে বেড়েছে দেশের দৈনিক করোনা আক্রান্তের গ্রাফ।
গোটা দেশের সার্বিক করোনাগ্রাফের চিত্র দিনদিন বদলাচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৫৫৩ হয়েছে। গতকাল সেই সংখ্যাটা ছিল ২২ হাজার ৭৭৫ জন। একদিনে করোনার বলি হয়েছেন ২৮৪ জন। দেশে ৯ হাজার ২৪৯ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩ কোটি ৪২ লাখ ৮৪ হাজার ৫৬১ জন করোনাকে হারিয়ে বাড়ি ফিরেছেন।
অন্যদিকে, একলাফে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫২৫ দাঁড়িয়েছে । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৯৪ জন ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছে। পাশাপাশি দেশে সুস্থ হয়ে উঠেছে ওমিক্রন থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা। ২৪ ঘণ্টায় ৭২ জন সুস্থ হয়ে উঠেছেন।
তবে আক্রান্তের নীরিখে এখনও দেশের দক্ষিণের রাজ্যগুলিই এগিয়ে। তার মধ্যে কেরলকে টপকে এগিয়ে গেল মহারাষ্ট্র। সেখানে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১৭০ জন। মৃত্যু হয়েছে তার ৭ জনের। তার মধ্যে মোট ৪৬০ জন আক্রান্ত ওমিক্রনে। কেরলে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৪৩৫ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২৪১ জনের। তৃতীয়স্থানে রয়েছে তামিলনাড়ু। সেখানে একদিনে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৮৯ জন। মৃত্যু হয়েছে ৮ জনের।
এদিকে উত্তরপ্রদেশের মতো বড় রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন মাত্র ৩৮০ জন। মৃত্যুর সংখ্যা নেই। অন্যদিকে, দিল্লিতে বিগত কয়েকমাস নিয়ন্ত্রণে থাকলেও ধীরে-ধীরে বেড়েছে আক্রান্তের সংখ্যা। একদিনে সেখানে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭১৬ মানুষ। তবে কারোর মৃত্যু হয়নি। অন্যদিকে, দিল্লিতে ৩৫১ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন।
রাজ্যে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে, ঠিক একইভাবে পাল্লা দিয়ে বাড়ছে দৈনিক সংক্রমণ গ্রাফও। বুধবার দৈনিক আক্রান্তের সংখ্যা ১ হাজারের গণ্ডি পার করেছিল। বৃহস্পতিবার ২ হাজার পার করে সেই সংখ্যা। শুক্রে তা প্রায় সাড়ে তিন হাজার ছুঁই ছুঁই। শনিবার ফের লম্বা লাফ। রাজ্য স্বাস্থ্য দফতরের শনিবারের করোনা বুলেটিন অনুযায়ী, রাজ্যে শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন সাড়ে চার হাজারেরও বেশি মানুষ।
আরও পড়ুন: Pregnant Woman Beaten: ফরমান মানেননি, ৬ মাসের অন্তঃসত্ত্বার পেটে লাথি মারলেন তৃণমূল পঞ্চায়েত প্রধান!