Army Jawans Martyred: কুলগামে সেনা-জঙ্গির ব্যাপক সংঘর্ষ, গুলির লড়াইয়ে প্রাণ হারালেন ৩ জওয়ান
Jammu Kashmir: শুক্রবার কুলগাম জেলার হালান জঙ্গলে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। গোপন সূত্রে খবর মিলেছিল, ওই জঙ্গলের ভিতরে লুকিয়ে রয়েছে জঙ্গিরা। সেই মতোই তাদের ধরতে গভীর জঙ্গলে প্রবেশ করে নিরাপত্তা বাহিনী।
শ্রীনগর: সেনা-জঙ্গি সংঘর্ষে ফের উত্তপ্ত উপত্যকা। শুক্রবার জম্মু-কাশ্মীরের (Jammu Kashmir) কুলগামে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন তিন সেনা জওয়ান (Army Jawan)। সেনা সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ কাশ্মীরের কুলগাম (Kulgam) জেলায় জঙ্গি উপস্থিতির খবর পেয়েই অভিযান শুরু করেছিল নিরাপত্তা বাহিনী। জঙ্গলে প্রবেশ করতেই সেনার উপরে হামলা করে জঙ্গিরা। এনকাউন্টারে (Encounter) তিন জওয়ানের মৃত্যু হয়।
জানা গিয়েছে, শুক্রবার কুলগাম জেলার হালান জঙ্গলে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। গোপন সূত্রে খবর মিলেছিল, ওই জঙ্গলের ভিতরে লুকিয়ে রয়েছে জঙ্গিরা। সেই মতোই তাদের ধরতে গভীর জঙ্গলে প্রবেশ করে নিরাপত্তা বাহিনী। কিন্তু আচমকাই পিছন থেকে হামলা করে জঙ্গিরা। নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে তারা। পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনীও। গুলির লড়াইয়ে জখম হন তিন জওয়ান। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হলেও, চিকিৎসা চলাকালীন তাদের মৃত্যু হয়।
Operation Halan #Kulgam
On specific inputs regarding presence of terrorists on higher reaches of Halan in Kulgam, operations launched by Security Forces on 04 Aug 23. In exchange of firing with terrorists, three personnel sustained injuries and later succumbed. Search operations… pic.twitter.com/NJ3DZa2OpK
— Chinar Corps? – Indian Army (@ChinarcorpsIA) August 4, 2023
সেনাবাহিনীর চিনার কর্পসের তরফে জানানো হয়েছে, এখনও অবধি তল্লাশি অভিযান জারি রয়েছে। ঘটনাস্থলে আরও বাহিনী পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।