AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jammu and Kashmir: কাশ্মীরের রামবনে জ্যান্ত পুড়ে মরল ৩ মেয়ে

Fire in Kashmir: দুর্ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের রামবন জেলায়। সেখানে উখরাল ব্লকের তাজনিহাল গ্রামে একটি তিনতলা বাড়িতে এই অঘটন ঘটেছে। সোমবার ভোরের দিকে কোনও এক কারণে বাড়িতে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে গোটা বাড়ি চলে যায় আগুনের গ্রাসে।

Jammu and Kashmir: কাশ্মীরের রামবনে জ্যান্ত পুড়ে মরল ৩ মেয়ে
প্রতীকী ছবি।Image Credit: Facebook
| Updated on: Feb 12, 2024 | 10:48 AM
Share

শ্রীনগর: রাতে খাওয়া দাওয়া করে বাড়ির সবাই ঘুমোতে গিয়েছিল। কিন্তু সকাল হতে না হতেই মর্মান্তিক পরিণতি। দাউদাউ করে জ্বলল আস্ত একটা বাড়ি। আর সেই আগুনের লেলিহান শিখার কবলে পড়ল বাড়ির তিন মেয়ে। বড় মেয়ের বয়স আঠারো। বাকি দু’জন আরও ছোট। দুর্ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের রামবন জেলায়। সেখানে উখরাল ব্লকের তাজনিহাল গ্রামে একটি তিনতলা বাড়িতে এই অঘটন ঘটেছে। সোমবার ভোরের দিকে কোনও এক কারণে বাড়িতে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে গোটা বাড়ি চলে যায় আগুনের গ্রাসে।

প্রত্যন্ত ওই গ্রামের তিন তলায় ঘুমোচ্ছিল বাড়ির তিন মেয়ে। বড় মেয়ে বিসমা (১৮), মেজ মেয়ে সাইকা (১৪) এবং ছোট মেয়ে সানিয়া (১১)। কাশ্মীরের রামবন জেলার এই প্রত্যন্ত গ্রামে বাড়িতে আগুন লাগার সঙ্গে সঙ্গে সকলে বেরিয়ে আসেন। কিন্তু বাড়ির তিনতলা থেকে নীচে নামার সুযোগ পায়নি তিন মেয়ে। ততক্ষণে আগুন বাড়িটাকে গিলতে শুরু করে দিয়েছিল। আগুন লাগার ঘটনা টের পেতেই অবশ্য বাড়ির লোকেরা ফোন করেছিলেন দমকলে। কিন্তু দমকল যতক্ষণে ওই বাড়িতে আগুন নেভাতে পৌঁছয়, ততক্ষণে সব শেষ।

আস্ত তিনতলা বাড়ির সঙ্গে সঙ্গে বাড়ির তিন মেয়েকেও গিলে খেয়েছে বিধ্বংসী আগুন। আজ সকালে দমকল কর্মীরা ওই পুড়ে খাঁক হয়ে যাওয়া বাড়ির ভিতর থেকে তিন মেয়ের ঝলসানো দেহ উদ্ধার করেছেন। তবে কী কারণে এই অঘটন ঘটল, কী থেকে আগুন ছড়াল, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন দমকলের কর্মীরা।