মোদীর সঙ্গে শপথ ৩০ মন্ত্রীরও, কোন কোন মন্ত্রক নিজের হাতে রাখল বিজেপি?
Ministers to Take Oath Today: আজ প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদী শপথ নিলেও, পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ কয়েকদিন পর হবে। তবে গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রী পদে আজই শপথ গ্রহণ হবে। প্রধানমন্ত্রীর পাশাপাশি আজ ৩০ জন মন্ত্রী শপথ নিতে পারেন। এর মধ্যে বিজেপির মন্ত্রীদের সংখ্যাই বেশি হবে।
নয়া দিল্লি: এবার মোদী সরকার ৩.০। লোকসভা নির্বাচনে ফের একবার জয়ী বিজেপির নেতৃত্বাধীন এনডিএ (NDA)। তারাই ফের গড়ছে সরকার। আজ, রবিবার (৯ জুন) প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করবেন নরেন্দ্র মোদী। তবে তিনি একা নন, মোদীর (Narendra Modi) সঙ্গেই মন্ত্রী পদে শপথ নিতে পারেন কমপক্ষে ৩০ জন নির্বাচিত সাংসদ। এমনটাই সূত্রের খবর।
জানা গিয়েছে, আজ প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদী শপথ নিলেও, পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ কয়েকদিন পর হবে। তবে গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রী পদে আজই শপথ গ্রহণ হবে। প্রধানমন্ত্রীর পাশাপাশি আজ ৩০ জন মন্ত্রী শপথ নিতে পারেন। এর মধ্যে বিজেপির মন্ত্রীদের সংখ্যাই বেশি হবে। শরিকি দলগুলির কয়েকজন সাংসদও শপথ নিতে পারেন।
আজ সন্ধে ৭টা ১৫ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। যে মন্ত্রীরা আজ শপথ নেবেন, তাদের আজ সকালেই ফোন করে জানিয়ে দেওয়া হবে।
সূত্রের খবর, শরিকরা বিভিন্ন মন্ত্রকের দাবি জানালেও, গুরুত্বপূর্ণ চার মন্ত্রক- স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, অর্থ ও বিদেশমন্ত্রক বিজেপি নিজের হাতেই রাখছে। আজই এই পদের মন্ত্রীরা শপথ নিতে পারেন। পাশাপাশি রেল, শিক্ষা, সড়ক ও পরিবহণ, আইন, তথ্য প্রযুক্তি, স্টিল, কয়লা ও অসামরিক উড়ান মন্ত্রকের দায়িত্বও বিজেপি নিজের হাতে রাখবে। এই মন্ত্রীরাও আজ শপথ নেবেন।
সূত্র মারফত আরও জানা গিয়েছে, এবার পূর্ণ মন্ত্রিসভার সংখ্যা ৭৮ থেকে ৮১ হতে পারে। এবারের মন্ত্রিসভায় খুব কম সংখ্যক মন্ত্রীকেই একাধিক মন্ত্রকের দায়িত্ব দেওয়া হবে।