AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cryptocurrency: ক্রিপ্টোকারেন্সি প্রতারণা, ৩১ জন বাঙালিকে গ্রেফতার করল ওড়িশা পুলিশ

Purba Medinipur: অভিযুক্তরা সংস্থার নাম পাল্টে আত্মগোপন করেছিলেন। পুরীর একটি হোটেল থেকে তাদের অপহরণের পর কটকের শিখরপুরের হোটেলে আটকে রাখা হয়েছিল। এই খবর পেয়ে চাউলিয়াগঞ্জ থানার পুলিশ ওই হোটেলে অভিযান চালায়। পুলিশ ৪টি গাড়ি এবং ৩৫টি মোবাইল বাজেয়াপ্ত করেছে।

Cryptocurrency: ক্রিপ্টোকারেন্সি প্রতারণা, ৩১ জন বাঙালিকে গ্রেফতার করল ওড়িশা পুলিশ
| Edited By: | Updated on: Oct 25, 2025 | 3:25 PM
Share

কটক: ক্রিপ্টোকারেন্সি প্রতারণা ও অপহরণ মামলায় গ্রেফতার ৩১ জন বাঙালি। ওড়িশার কটক জেলার চাউলিয়াগঞ্জ থানার পুলিশ পশ্চিমবঙ্গের ৩১ জন সহ মোট ৩২ জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার স্থানীয় শিখরপুরের একটি হোটেল থেকে প্রথমে ৩৪ জনকে আটক করা হয়। পরে প্রতারণা ও অপহরণ মামলায় ৩২ জনকে গ্রেফতার করা হয়। ধৃত অপর একজন ওড়িশার বাসিন্দা।

ওড়িশা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে ৪ জন মূল প্রতারক, ২৭ জন প্রতারিত এজেন্ট এবং একজন হোটেলের কর্মচারী। এজেন্টদের মধ্যে নাসিম সরফরাজ, আসাফুল আলি এবং তইবুল রহমান পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার মারবেড়িয়ার বাসিন্দা। বাকিরা হাওড়ার বাগনান ও উলুবেড়িয়ার বাসিন্দা। স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন কোলাঘাটের প্রতারিত এজেন্ট পরিবারের সদস্যরা।

জানা গিয়েছে, ‘ও টু ওয়ার্ল্ড’ নামের একটি ট্রেডিং সংস্থায় এই এজেন্টরা প্রায় ৫ কোটি টাকা ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করেছিলেন। অভিযুক্তরা সংস্থার নাম পাল্টে আত্মগোপন করেছিলেন। পুরীর একটি হোটেল থেকে তাদের অপহরণের পর কটকের শিখরপুরের হোটেলে আটকে রাখা হয়েছিল। এই খবর পেয়ে চাউলিয়াগঞ্জ থানার পুলিশ ওই হোটেলে অভিযান চালায়। পুলিশ ৪টি গাড়ি এবং ৩৫টি মোবাইল বাজেয়াপ্ত করেছে। ধৃতদের জেরা করে বিস্তারিত জানার চেষ্টা চলছে বলে জানা গিয়েছে ওড়িশা পুলিশ সূত্রে।

গত মাসেই কয়েক লক্ষ টাকার ক্রিপ্টোকারেন্সি জালিয়াতির চক্র ফাঁস করে কটকের সাইবার পুলিশ। সেই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়। নিজেদের ব্যাঙ্কের কর্মী পরিচয় দিয়ে একাধিক ব্যক্তিকে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের প্রলোভন দেখানো ও লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছিলেন অভিযুক্তরা।