Bengaluru Stampede: পালানোর বৃথা চেষ্টা, বিমানবন্দর থেকে গ্রেফতার RCB কর্তা, ধৃত আরও ৩
Bengaluru Stampede: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টিমের মার্কেটিং টিমের প্রধান নিখিল সোসালে-কে গ্রেফতার করা হয়েছে। তিনি বেঙ্গালুরু থেকে মুম্বই যাচ্ছিলেন। বিমানবন্দর থেকেই পুলিশ তাঁকে গ্রেফতার করে।

বেঙ্গালুরু: আরসিবির ট্রফি জয়ের উদযাপন বলি ১১ জন। বুধবার চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হওয়ার ঘটনায় এবার কড়া পুলিশি অ্যাকশন। গ্রেফতার করা হল আরসিবি টিমের এক কর্মকর্তা সহ ৪ জনকে।
জানা গিয়েছে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টিমের মার্কেটিং টিমের প্রধান নিখিল সোসালে-কে গ্রেফতার করা হয়েছে। তিনি বেঙ্গালুরু থেকে মুম্বই যাচ্ছিলেন। বিমানবন্দর থেকেই পুলিশ তাঁকে গ্রেফতার করে।
নিখিল ছাড়াও আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের পরিচয় এখনও জানা না গেলেও, পুলিশ সূত্রে খবর, যে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠানের আয়োজন করেছিল, সেই ডিএনএ এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড কোম্পানির কয়েকজন আধিকারিককেও গ্রেফতার করা হয়েছে।
কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে। গতকাল এফআইআর দায়েরের পর থেকেই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি শঙ্কর ও হিসাবরক্ষক জয়রাম পলাতক। তাদের খোঁজে বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে, কিন্তু খোঁজ মেলেনি।
কর্তব্য়ে গাফিলতির অভিযোগে বেঙ্গালুরু সিটি পুলিশ কমিশনার বি. দয়ানন্দ, অতিরিক্ত পুলিশ কমিশনার বিকাশ কুমার বিকাশ, বেঙ্গালুরু সেন্ট্রাল ডিভিশনের ডিসিপি এইচ.টি. শেখর, এসিপি বালকৃষ্ণ, কিউবন পার্ক ইন্সপেক্টর গিরিশ.একে-কে বরখাস্ত করা হয়েছে।

