AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শৈশবের প্রেম কখনওই মোছেনি মন থেকে, ৬০ বছরে এসে আইনজীবী পালিয়ে গেলেন বিবাহিতা বান্ধবীকে নিয়ে

Relation: আইনজীবী নিজেই জানিয়েছেন, তাঁর সঙ্গে ওই মহিলার দীর্ঘদিনের পরিচয়। তারা শৈশবে সহপাঠী ছিলেন। এরপর দীর্ঘ সময় তারা প্রেমের সম্পর্কে ছিলেন। কিন্তু পরিবারে জানাজানি হওয়ার পর ওই মহিলার পরিবার মানেনি এবং চিকিৎসকের সঙ্গে তাঁর বিয়ে দিয়ে দেওয়া হয়।

শৈশবের প্রেম কখনওই মোছেনি মন থেকে, ৬০ বছরে এসে আইনজীবী পালিয়ে গেলেন বিবাহিতা বান্ধবীকে নিয়ে
প্রতীকী চিত্র।Image Credit: Meta AI
| Updated on: May 17, 2025 | 3:08 PM
Share

পটনা: প্রেমের এমন টান, বছরের পর বছর আলাদা থাকার পরও ভুলতে পারেননি একে-অপরকে। আর সেই প্রেমের টানেই ৬০ বছরের আইনজীবী পালিয়ে গেলেন বছর পঞ্চাশের প্রেমিকাকে নিয়ে। এদিকে, প্রেমিকা তো বিবাহিতা, তার তিন সন্তানও রয়েছে। স্ত্রীকে ফিরে পেতে পুলিশের দ্বারস্থ চিকিৎসক-স্বামী।

ঘটনাটি ঘটেছে বিহারের পূর্ণিয়ায়। আইনজীবী সঞ্জীব কুমারের বিরুদ্ধে এক চিকিৎসকের স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ওই চিকিৎসকই পুলিশে অপহরণের অভিযোগ জানান। এরপরে পুলিশ সাহারসা থেকে তাঁদের আটক করে।

আইনজীবী নিজেই জানিয়েছেন, তাঁর সঙ্গে ওই মহিলার দীর্ঘদিনের পরিচয়। তারা শৈশবে সহপাঠী ছিলেন। এরপর দীর্ঘ সময় তারা প্রেমের সম্পর্কে ছিলেন। কিন্তু পরিবারে জানাজানি হওয়ার পর ওই মহিলার পরিবার মানেনি এবং চিকিৎসকের সঙ্গে তাঁর বিয়ে দিয়ে দেওয়া হয়।

বিয়ে হয়ে যাওয়ার পরও ওই মহিলার সঙ্গে যোগাযোগ ছিল আইনজীবীর। সম্প্রতিই তারা সিদ্ধান্ত নেন যে একসঙ্গে থাকবেন, সেইমতোই তারা পালিয়ে যান।

চিকিৎসক পুলিশে এফআইআরে জানিয়েছেন, গত ১১ মে তাঁর স্ত্রী দুপুর একটা নাগাদ ব্যাগ নিয়ে বেরিয়ে যান। রাত ৮টা বেজে গেলেও বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। শেষ পর্যন্ত কোথাও খুঁজে না পেয়েই পুলিশে অভিযোগ দায়ের করেন।

ওই চিকিৎসকই পুলিশকে জানিয়েছেন যে তাঁর স্ত্রী  গোপনে ওই আইনজীবীর সঙ্গে যোগাযোগ রাখত। এমনকী, তিনি চেম্বারে চলে যাওয়ার পর গোপনে সঞ্জীবের সঙ্গে দেখাও করতেন। তবে তিন সন্তানের মুখ চেয়ে স্ত্রী কখনও চলে যাবেন না বলেই ভেবেছিলেন। তিনি নিজেই পুলিশকে আইনজীবীর নম্বর দেন।

পুলিশ তল্লাশি চালিয়ে সাহারসা থেকে দুজনকে আটক করে। ওই মহিলার গোপন জবানবন্দি রেকর্ড করা হচ্ছে।