AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Boat Capsized: মাঝ নদীতে গিয়ে টালমাটাল নৌকা, ডুবে ৭ যাত্রীর মৃত্যুর আশঙ্কা

Maharashtra: মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ নৌকাটি রওনা দেয়।মাঝ নদীতে যেতেই হঠাৎ বেসামাল হয়ে যায় নৌকাটি। টাল সামলাতে না পেরে, উল্টে যায় নৌকাটি। নৌকার চালক সাঁতরে নদীর পাড়ে চলে এলেও, মহিলা যাত্রীরা সকলেই ডুবে যান। পরে এক মহিলাকে উদ্ধার করা হলেও, এখনও নিখোঁজ পাঁচজন। এক মহিলার  দেহ উদ্ধার হয়েছে।

Boat Capsized: মাঝ নদীতে গিয়ে টালমাটাল নৌকা, ডুবে ৭ যাত্রীর মৃত্যুর আশঙ্কা
প্রতীকী চিত্রImage Credit: Twitter
| Updated on: Jan 23, 2024 | 4:08 PM
Share

মুম্বই: আবারও নৌকাডুবি। মহারাষ্ট্রের গড়চিরোলিতে উল্টে গেল একটি নৌকা। দুর্ঘটনায় এখনও অবধি একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিখোঁজ কমপক্ষে আরও পাঁচজন। এক মহিলাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। স্থানীয় প্রশাসনের তরফে উদ্ধারকাজ শুরু করা হয়েছে।

মহারাষ্ট্রের গড়চিরোলি জেলার চামোরশি তালুকে বনগঙ্গা নদীতে নৌকাটি ডুবে যায়। ওই নৌকায় মোট সাতজন মহিলা যাত্রী ছিলেন। তারা লঙ্কা তুলতে নদীর ওপারে গানপুর ঘাটে যাচ্ছিলেন। জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ নৌকাটি রওনা দেয়।মাঝ নদীতে যেতেই হঠাৎ বেসামাল হয়ে যায় নৌকাটি। টাল সামলাতে না পেরে, উল্টে যায় নৌকাটি। নৌকার চালক সাঁতরে নদীর পাড়ে চলে এলেও, মহিলা যাত্রীরা সকলেই ডুবে যান। পরে এক মহিলাকে উদ্ধার করা হলেও, এখনও নিখোঁজ পাঁচজন। এক মহিলার  দেহ উদ্ধার হয়েছে।

দুর্ঘটনার খবর পেতেই উদ্ধারকাজ শুরু করে স্থানীয় প্রশাসন। ডুবুরিদের নামানো হয়েছে নিখোঁজ মহিলার সন্ধানে। তবে পুলিশের আশঙ্কা, নিখোঁজ পাঁচ মহিলারই মৃত্যু হয়েছে। কারণ দীর্ঘক্ষণ কেটে যাওয়ার পরও কারোর সন্ধান পাওয়া যায়নি।

এর আগে সম্প্রতিই ১৮ জানুয়ারি গুজরাটের ভাদোদরাতেও নৌকাডুবি হয়। একটি স্কুল থেকে বনভোজনের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। বোটিং করতে গিয়ে ডুবে যায় নৌকাটি। ১২ পড়ুয়া সহ মোট ১৫ জনের মৃত্যু হয়।