Old Woman Murder: হাত-পা কাটা! ড্রামের ভিতর উদ্ধার বৃদ্ধার দেহ
বেঙ্গালুরুর ওই এলাকার পরিত্যক্ত বাড়ির কাছ থেকে গত কয়েক দিন ধরে তুমুল দুর্গন্ধ বেরচ্ছিল। তাতে অতিষ্ঠ হয়েই স্থানীয়রা পুলিশে অভিযোগ দায়ের করে। এর পর পুলিশ এসে খোঁজাখুঁজি শুরু করতেই মেলে বৃদ্ধার দেহ। বৃদ্ধার দেহ থেকে হাত-পা কাটা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সেই কাটা হাত-পা এখনও পাওয়া যায়নি।
বেঙ্গালুরু: ড্রামের মধ্যে থেকে উদ্ধার হল ৭০ বছরের এক বৃদ্ধার খণ্ডিত দেহ। একটি পরিত্যক্ত বাড়ির কাছে পড়ে থাকা ড্রামের ভিতর থেকে ওই মহিলার দেহের টুকরো উদ্ধার হয়। বেঙ্গালুরুর কেআর পুরমে ঘটেছে এই ঘটনা। মৃত বৃদ্ধার নাম সুশিলাম্মা। তিনি তাঁর মেয়ের সঙ্গে ভাড়াবাড়িতে থাকতেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। কেআর পুরমের কাছেই নিসারগাতে থাকতেন তিনি। বৃদ্ধার সঙ্গে তাঁর দু-তিন জন আত্মীয়ও থাকতেন।
বেঙ্গালুরুর ওই এলাকার পরিত্যক্ত বাড়ির কাছ থেকে গত কয়েক দিন ধরে তুমুল দুর্গন্ধ বেরচ্ছিল। তাতে অতিষ্ঠ হয়েই স্থানীয়রা পুলিশে অভিযোগ দায়ের করে। এর পর পুলিশ এসে খোঁজাখুঁজি শুরু করতেই মেলে বৃদ্ধার দেহ। বৃদ্ধার দেহ থেকে হাত-পা কাটা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সেই কাটা হাত-পা এখনও পাওয়া যায়নি।
এই ঘটনা নিয়ে বেঙ্গালুরুর অতিরিক্ত পুলিশ কমিশনার রমন গুপ্তা বলেছেন, “ড্রামের ভিতর থেকে বৃদ্ধার দেহ উদ্ধার হয়েছে। দেহে হাত-পা কাটা ছিল। আমি সিনিয়র অফিসারদের নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। ঘটনার তদন্ত শুরু করেছেন আমাদের অফিসাররা। খুব শীঘ্রই অপরাধী ধরা পড়বে।”