“নো ফার্মার নো ফুড”, কৃষক আন্দোলনে ৯ বছর বয়সী পরিবেশ কর্মী লিসিপ্রিয়া

আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়িয়ে সে স্লোগান দিচ্ছে, "নো ফার্মার, নো ফুড।"

নো ফার্মার নো ফুড, কৃষক আন্দোলনে ৯ বছর বয়সী পরিবেশ কর্মী লিসিপ্রিয়া
ছবি- টুইটার
Follow Us:
| Updated on: Dec 13, 2020 | 1:15 PM

নয়া দিল্লি: ১৮ দিনে পড়ল কৃষক আন্দোলন (Farmer’s Protest)। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অনড় সিঙ্ঘু সীমান্তে আন্দোলনরত কৃষকরা। কৃষক আন্দোলনের সমর্থনে এর আগে সুর চড়িয়েছেন অনেকে। এবার সিঙ্ঘু সীমান্তে কৃষকদের সমর্থনে এগিয়ে এল ৯ বছর বয়সী পরিবেশ কর্মী লিসিপ্রিয়া কাঙ্গুজম। টুইটে একটি ভিডিয়ো পোস্ট করেছে এই ৯ বছর বয়সী লিসিপ্রিয়া। যেখানে দেখা যাচ্ছে আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়িয়ে সে স্লোগান দিচ্ছে, “নো ফার্মার, নো ফুড।”

টুইটে সে লিখেছে, “আশা করি আমার গলার আওয়াজ সারা বিশ্বে পৌঁছবে, নো ফার্মার নো ফুড, নো জাস্টিস নো রেস্ট।” সিঙ্ঘু সীমান্তে যেমন আন্দোলনরত কৃষকদের মধ্যে অধিক বয়স্ক ব্যক্তিরা রয়েছেন, তেমনই রয়েছে শিশুরা। তাদের ছবি দিয়ে লিসিপ্রিয়া টুইটে লিখেছে, “দেখুন সেই শিশুদের যারা ১৪ দিন ধরে তীব্র ঠান্ডায় তাদের বাবা মা ও দাদু দিদাদের সঙ্গে আন্দোলনে রয়েছে।”

আরও পড়ুন:রিপাবলিক টিভির সিইও গ্রেফতার

পাশাপাশি পরিবেশ নিয়ন্ত্রণেও জোর দেওয়ার দাবি জানিয়েছে লিসিপ্রিয়া। সে জানিয়েছে, দূষণের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরাই। তার কথায়, “প্রতি বছর হাজার হাজার কৃষক প্রাণ হারাচ্ছেন। রাষ্ট্র নেতৃত্বের উচিত কৃষকদের কথা শোনা।”