Ghaziabad News: স্বামীর মৃত্যুর খবর পেয়ে মাঝরাস্তায় গলায় দড়ি স্ত্রীয়ের! ‘অনাথ’ করে দিলেন এক বছরের শিশু-কন্যাকে
Ghaziabad News: বহুদিন ধরে চলছিল দাম্পত্য কলহ। আর সেই বিষাদেই নাকি আত্মঘাতী হন বিজয়। খবর কানে আসতেই নিজেকেও মানসিক যন্ত্রণা থেকে বিরত রাখতে পারেননি বিজয়ের স্ত্রী। আত্মহত্যা করেন তিনিও।
নয়াদিল্লি: এক বছরের শিশুকে অনাথ করে দিয়ে ‘চিরঘুমে’ বাবা-মা। উত্তরপ্রদেশের গাজিয়াবাদে আত্মহত্যা করলেন স্বামী, খবর পেতেই দিল্লিতে আত্মঘাতী হলেন স্ত্রী।
মৃত দম্পতির নাম বিজয় প্রতাপ চৌহান ও শিবানী চৌহান। উত্তরপ্রদেশের গাজিয়াবাদ এলাকায় থাকতেন তারা। বহুদিন ধরে চলছিল দাম্পত্য কলহ। আর সেই বিষাদেই নাকি আত্মঘাতী হন বিজয়। খবর কানে আসতেই নিজেকেও মানসিক যন্ত্রণা থেকে বিরত রাখতে পারেননি বিজয়ের স্ত্রী। আত্মহত্যা করেন তিনিও। ফেলে রেখে যান নিজেদের এক বছরের কন্যা সন্তানকে।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যায়ও বেশ অশান্তি চলে এই দম্পতির মধ্যে। বিরক্তিতে ঘর ছাড়েন শিবানী। স্বামীর আর কখনও মুখও দর্শন করবেন না, রেগেমেগে এমনটাই বলে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। গন্তব্য হয় দিল্লি। স্ত্রী বাড়ি ছাড়তেই বারবার তাঁক ফিরে আসার আর্জিতে ফোন করে যায় বিজয়। কিন্তু মেলে না উত্তর।
ঘণ্টাখানেক পরে উদ্ধার হয় বিজয়ের মৃতদেহ। নিজের ঘরেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি। দেহ উদ্ধার হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকাজুড়ে। পরিবার সূত্রে তড়িঘড়ি খবর দেওয়া হয় শিবানীকে। খবর পেতেই পায়ের তলা থেকে যেন মাটি সরে যায় তার। স্নায়ুর চাপ নিতে পারেন না শিবানী। গাজিয়াবাদের বাড়ি থেকে আট কিলোমিটার দূরে দিল্লির লোনি এলাকায় একটি বিদ্যুৎয়ের খুঁটিতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন তিনি।
ইতিমধ্যে এই ঘটনায় যৌথ উদ্দ্যোগে তদন্তে নেমেছে গাজিয়াবাদ ও দিল্লির পুলিশ। ইতিমধ্যে ময়নাতদন্তে পাঠানো হয়েছে মৃত দম্পতির দেহ দু’টিকে। মৃত মহিলার শরীরের কোনও বাহ্যিক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলেই দাবি পুলিশের।