Elephant: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসকে শুঁড় দিয়ে ধাক্কা দিল দাঁতাল, তারপরই…
Elephant: ঘটনাটি অন্ধ্রপ্রদেশের পার্বতীপুরমের মান্যম জেলায়। সেখানে হাইওয়ের উপর একটি পূর্ণবয়স্ক পুরুষ হাতি রীতিমত দাপট চালাল।
অন্ধ্রপ্রদেশ: মাঝ রাস্তায় দাঁড়িয়ে বাস। আর সেই বাসটিকে শুঁড় দিয়ে ক্রমাগত ধাক্কা দিয়ে চলেছে হাতি। শুধু তাই নয়, এমন ভাবে রাস্তা আটকে দাঁড়িয়ে কারোর পাশ কাটিয়ে যাওয়ার সাধ্যি নেই। সামনে যেই আসছে তার দিকেই তেড়ে যাচ্ছে সে। সোশ্যাল মিডিয়ায় হাতির সেই ভিডিয়ো ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়াল।
ঘটনাটি অন্ধ্রপ্রদেশের পার্বতীপুরমের মান্যম জেলায়। সেখানে হাইওয়ের উপর একটি পূর্ণবয়স্ক পুরুষ হাতি রীতিমত দাপট চালাল। জানা গিয়েছে, ওই দাঁতালটি দলছুট হয়ে রাস্তায় চলে এসেছিল। তারপরই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বেসরকারি বাসে রীতিমত শুঁড় দিয়ে ধাক্কা দিতে থাকে।
স্থানীয় সূত্রে খবর, বাসটি অন্ধ্রপ্রদেশের পার্বতীপুরম থেকে ওড়িশার রায়গড়ার দিকে যাচ্ছিল। সেই সময় বাসের চালক কিছু যান্ত্রিক ত্রুটির কারণে রাস্তার পাশে বাসটিকে দাঁড় করায়। এরপরই জঙ্গল থেকে বেরিয়ে দলছুট হাতিটি চলে আসে সেখানে। শুঁড় দোলাতে-দোলাতে একপ্রকার বাসের দিকে এগিয়ে যায় সে। লাগাতার ধাক্কা দিতে থাকে বাসটিকে। বাসটির ভিতরে থাকা যাত্রীরা রীতিমত আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। বাসের জানলা-দরজা বন্ধ করে ভয়ে ডুকরে বসে থাকেন তাঁরা। হাতিটিকে তাড়াতে যদি বা কেউ সাহস করে যাচ্ছিলেন, তাঁদের দিকেও হাতিটি তেড়ে যায় বলে খবর।