Arvind Kejriwal: ‘ইন্ডিয়া জোটে প্রতিশ্রুতিবদ্ধ আপ’, আশ্বাস কেজরীবালের, চিঁড়ে ভিজবে কী?

INDIA Alliance: বৃহস্পতিবারই মাদক মামলায় গ্রেফতার হন পঞ্জাবের কংগ্রেস বিধায়ক সুখপাল সিং খইরা। এরপরই তুমুল তরজা শুরু হয় আপ-কংগ্রেসের মধ্যে। পঞ্জাবের কংগ্রেস নেতারা অভিযোগ করেন, বিজেপির মতো আম আদমি পার্টিও প্রতিহিংসার রাজনীতি করছে।

Arvind Kejriwal: 'ইন্ডিয়া জোটে প্রতিশ্রুতিবদ্ধ আপ', আশ্বাস কেজরীবালের, চিঁড়ে ভিজবে কী?
ফাইল চিত্রImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Sep 29, 2023 | 2:19 PM

নয়া দিল্লি: কংগ্রেস বিধায়কের গ্রেফতারিতে আপ-কংগ্রেসের কাজিয়া (AAP-Congress Rift) তুঙ্গে। প্রশ্নের মুখে পড়েছে ইন্ডিয়া জোটও। পঞ্জাবে বিরোধের জেরে ইন্ডিয়া জোট ভাঙতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে। জোটের অনিশ্চয়তার মাঝেই এবার নীরবতা ভাঙলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরীবাল(Arvind Kejriwal)। তিনি বললেন, “বিরোধী জোট ইন্ডিয়ার প্রতি আম আদমি পার্টি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।”

বৃহস্পতিবারই মাদক মামলায় গ্রেফতার হন পঞ্জাবের কংগ্রেস বিধায়ক সুখপাল সিং খইরা। এরপরই তুমুল তরজা শুরু হয় আপ-কংগ্রেসের মধ্যে। পঞ্জাবের কংগ্রেস নেতারা অভিযোগ করেন, বিজেপির মতো আম আদমি পার্টিও প্রতিহিংসার রাজনীতি করছে। সেই কারণেই আট বছর পুরনো মাদক মামলায় খইরাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে ওপি সোনি, ভরত ভূষণের মতো নেতাদেরও গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, আপের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে বৃহস্পতিবারই বলেন, “যদি কেউ আমাদের সঙ্গে অবিচার করে, তবে আমরা তা সহ্য করব না। আমি এই বিষয়ে (সুখপালের গ্রেফতারি) বিস্তারিত জানছি। যদি কেউ অবিচার করে, তবে তা বরদাস্ত করা হবে না।”

বিতর্কের মাঝেই এ দিন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরীবাল বলেন, “আমি জানতে পারলাম যে পঞ্জাব পুলিশ গতকাল কংগ্রেস নেতাকে গ্রেফতার করেছে। এই মামলা সম্পর্কে বিস্তারিত জানি না। পুলিশের থেকে আমি বিস্তারিত জানব। তবে আমি বলতে চাই যে মাদকের বিরুদ্ধে আমরা লড়াই শুরু করেছি। কোনও ব্য়ক্তি সম্পর্কে মন্তব্য করব না, তবে মাদকের নেশা শেষ করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।”

প্রসঙ্গত, সম্প্রতিই পঞ্জাবে ইন্ডিয়া জোটের আসন ভাগাভাগি নিয়ে আপ-কংগ্রেসের কাজিয়ার খবর প্রকাশ্যে আসে। একদিকে কংগ্রেস যেমন আপকে আসন ছাড়তে নারাজ, তেমনই আপ মন্ত্রীও দাবি করেছিলেন যে মুখ্যমন্ত্রী ভগবন্ত মান তাদের ১৩টি লোকসভা আসনের জয় নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। এরপরই বিতর্ক আরও বাড়ে। সেই সময় বিতর্ক ধামাচাপা দিতে কেজরীবাল বলেছিলেন যে তাদের মধ্যে কোনও বিরোধ নেই।