AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aatmanirbhar Bharat: পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরিতে একধাপ এগোল ভারত, এবার আরও বুক কাঁপবে শত্রুদেশের

Aatmanirbhar Bharat: এখনও পর্যন্ত মাত্র তিনটি দেশের কাছে পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমান রয়েছে। সেই তিনটি দেশ হল আমেরিকা, রাশিয়া এবং চিন। এমসিএ স্টিলথ প্রযুক্তি ব্যবহার করে। ফলে এই যুদ্ধবিমানকে শত্রুদেশের রেডার শনাক্ত করতে পারে না।

Aatmanirbhar Bharat: পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরিতে একধাপ এগোল ভারত, এবার আরও বুক কাঁপবে শত্রুদেশের
মাত্র তিনটি দেশের কাছে অত্যাধুনিক এই যুদ্ধবিমান রয়েছেImage Credit: X handle
| Updated on: May 27, 2025 | 1:36 PM
Share

নয়াদিল্লি: প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে আরও আত্মনির্ভর হয়ে উঠছে ভারত। যে অত্যাধুনিক যুদ্ধবিমান এখনও পর্যন্ত মাত্র তিনটি দেশের কাছে রয়েছে, তা তৈরিতে ভারত আরও একধাপ এগোল। এবার ভারতের হাতে আসবে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান। এবং তা দেশেই তৈরি হবে। অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্র্যাফট(এএমসিএ) তৈরি হবে শিল্প অংশীদারিত্বের মাধ্যমে। মঙ্গলবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এএমসিএ প্রোগ্রাম এক্সিকিউশন মডেল অনুমোদন করেছেন। এই প্রোগ্রামে দেশের সরকারি ও বেসরকারি সংস্থাগুলি যৌথ কিংবা এককভাবে অংশ নিতে পারবেন।

স্বশাসিত সংস্থা অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি (ADA) ভারতীয় সশস্ত্র বাহিনীর জন্য যুদ্ধবিমান ডিজাইন ও ডেভেলপ করে। তাদের স্বপ্নের প্রকল্প এএমসিএ। সেই প্রকল্পে সরকারি ও বেসরকারি সংস্থাগুলি এবার সমানভাবে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে। এদিন এক্সিকিউশন মডেলের অনুমোদন দিলেন প্রতিরক্ষামন্ত্রী। এক্সিকিউশন মডেলের জন্য একক কিংবা যৌথভাবে দর হাঁকানোর সুযোগ পাচ্ছে সরকারি ও বেসরকারি সংস্থাগুলি। তবে ওই সংস্থাকে ভারতের কোম্পানি হতে হবে। এবং ভারতীয় আইন মেনে চলতে হবে।

এখনও পর্যন্ত মাত্র তিনটি দেশের কাছে পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমান রয়েছে। সেই তিনটি দেশ হল আমেরিকা, রাশিয়া এবং চিন। এমসিএ স্টিলথ প্রযুক্তি ব্যবহার করে। ফলে এই যুদ্ধবিমানকে শত্রুদেশের রেডার শনাক্ত করতে পারে না। এটি সাধারণ যুদ্ধবিমানের থেকে বেশি উচ্চতায় এবং দ্রুত উড়তে পারে।

জানা গিয়েছে, ২০৩০ সালের পর পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমানগুলির নির্মাণ শুরু করবে ভারত। এই যুদ্ধবিমানগুলি থেকে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানা যাবে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, মহাকাশ ক্ষেত্রে আত্মনির্ভর হওয়ার পথে বড় মাইলস্টোন হতে চলেছে। এই যুদ্ধবিমান ভারতীয় সেনার হাতে আসার পর শত্রুদেশের সঙ্গে লড়াইয়ে ভারত এক কদম এগিয়ে থাকবে বলে বিশেষজ্ঞরা জানাচ্ছেন।