Paresh Rawal: মাছ ভাজা মন্তব্য নিয়ে পরেশ রাওয়ালকে সমন কলকাতা পুলিশের

Paresh Rawal summoned by Kolkata Police: বিজেপি নেতা তথা বলিউড অভিনেতা পরেশ রাওয়ালকে তলব করল কলকাতা পুলিশ। বাঙালিদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার জন্য এই সমন পাঠানো হয়েছে।

Paresh Rawal: মাছ ভাজা মন্তব্য নিয়ে পরেশ রাওয়ালকে সমন কলকাতা পুলিশের
তালতলা থানায় হাজিরা দিতে হবে পরেশ রাওয়ালকে
Follow Us:
| Edited By: | Updated on: Dec 06, 2022 | 8:06 PM

কলকাতা: বিজেপি নেতা তথা বলিউড অভিনেতা পরেশ রাওয়ালকে (Paresh Rawal summoned by Kolkata Police ) তলব করল কলকাতা পুলিশ। আগামী সোমবার, ১২ ডিসেম্বর তাঁকে তালতলা থানায় হাজিরা দিতে বলা হয়েছে। বাংলাদেশি এবং রোহিঙ্গাদের সঙ্গে বাঙালিদের তুলনা করে বিতর্কিত মন্তব্য করার জন্য এই সমন পাঠানো হয়েছে। পরেশ রাওয়ালের বিরুদ্ধে “দাঙ্গায় উসকানি দেওয়ার” এবং “সারা দেশে বাঙালি সম্প্রদায় এবং অন্যান্য সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি নষ্ট করার” অভিযোগ দায়ের করেছিলেন সিপিআই(এম)-এর পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সেই অভিযোগের ভিত্তিতেই পরেশ রাওয়ালকে ডেকে পাঠাল কলকাতা পুলিশ।

গুজরাট নির্বাচনের প্রচার পর্বে বিজেপির এক জনসভায় এই বিতর্কিত মন্তব্য করেছিলেন পরেশ রাওয়াল। ভালসাদের ওই জনসভায় তিনি বলেছিলেন, “বর্তমানে গ্যাস সিলিন্ডারের দাম যথেষ্ট বেশি, তবে এই দাম কমে যাবে। সাধারণ মানুষের কর্মসংস্থানও হবে। কিন্তু রোহিঙ্গা বা বাংলাদেশিরা আপনাদের আশপাশে বসবাস করা শুরু করলে কী হবে? তখন আপনারা গ্যাস সিলিন্ডার নিয়ে কী করবেন? বাঙালিদের জন্য মাছ রান্না করবেন? গুজরাটের মানুষ মূল্য়বৃদ্ধি সহ্য করে পারে, কিন্তু এটা মানতে পারবে না…”

এই মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়। চাপের মুখে টুইট করে ক্ষমা চেয়েছিলেন পরেশ রাওয়াল। জানিয়েছিলেন, মাছ নিয়ে তাঁর কোনও সমস্যা নেই। গুজরাটিরাও মাছ খায়। তিনি বলেছিলেন, “আমি বাঙালি বলতে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের কথা বলতে চেয়েছি। তবে আমার মন্তব্যে কারোর ভাবাবেগে যদি আঘাত লেগে থাকে, তবে আমি ক্ষমা চাইছি।” তবে তাঁর সাফাইয়ে, বিতর্কের অবসান ঘটেনি। গত ১ ডিসেম্বর তালতলা থানায় তাঁর বিরুদ্ধে দাঙ্গায় উসকানি এবং জাতীয় সংহতি নষ্ট-সহ ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় অভিযোগ দায়ের করেছিলেন সিপিআইএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।