AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bihar Election: নীতীশের পর কে? উত্তরাধিকার খুঁজতে তেজস্বীর ‘চালেই’ কি চলবেন মুখ্যমন্ত্রী?

Bihar Election: এই বিশ্বের নামী যোদ্ধারা তাদের কৌশল, রীতি কাউকে না কাউকে শিখিয়েই যায়। অর্জুনও কিন্তু শিখিয়ে গিয়েছিলেন অভিমন্যুকে। কিন্তু নীতীশ কাকে শেখালেন? তাঁর অভিমন্যুটাই বা কে? আজ নির্বাচন যখন দোড়গোড়ায়, তখন নীতীশের উত্তরাধিকার নিয়ে উঠছে প্রশ্ন।

Bihar Election: নীতীশের পর কে? উত্তরাধিকার খুঁজতে তেজস্বীর 'চালেই' কি চলবেন মুখ্যমন্ত্রী?
প্রতীকী ছবিImage Credit: Tv9 Bangla
| Updated on: Feb 26, 2025 | 10:17 PM
Share

পটনা:  ‘বিহার মে যাব তাক হ্যয় আলু, তাব তাক রহেগা লালু….’, বরাবরই বিহারের রাজনীতিতে নিজেকে প্রাসঙ্গিক রাখতে এই উক্তিটি দিয়ে থাকতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। পশু-খাদ্য দুর্নীতি কাণ্ডের জেরে বিহারে অনেকটাই ব্যাকফুটে পড়তে হয়েছে তাঁকে। এখন বিহারের রাশ সম্পূর্ণ ভাবেই তাঁরই এককালের রাজনৈতিক সতীর্থ নীতীশ কুমারের হাতে। কিন্তু দুর্নীতি যখন তাঁকে খেয়ে ফেলেছিল। সেই সময়কালেও বিহারের মুখ্যমন্ত্রী আসনকে কোথাও গিয়ে তিনিও নিজের বাড়ির চৌকাঠের বাইরে বেরতে দেননি। লালু যখন একেবারে আইনি জটে পাকিয়ে গিয়েছেন সেই সময়কালে রাবড়ি দেবীই যেমন এক হাতে দল সামলেছেন, ঠিক তেমনই অন্য হাতে সামলেছেন বিহারের শাসনক্ষমতা। মুখ্যমন্ত্রীর আসনকে কোনও কালেই নিজেদের বাড়ির চৌকাঠ পেরতে দিতে চাননি তারা। আটকে...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন