Preity Zinta: অপারেশন সিদুঁরের পর বড় উদ্যোগ PBKS মালকিন প্রীতি জিন্টার
IPL PBKS Operation Sindoor: আইপিএলের মাঝেই ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে। যার জেরে বেশ কিছুদিনের জন্য স্থগিত রাখা হয়েছিল আইপিএল। তারই প্রেক্ষিতে পঞ্জাব কিংসের অন্যতম কর্ণধার প্রীতি জিন্টা একটি উদ্যোগ নেন।

প্রীতি জিন্টার পরিচয় শুধুমাত্র বলিউড অভিনেত্রী নয়। ক্রিকেট বিশ্বেও তাঁর জনপ্রিয়তা রয়েছে। সৌজন্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। পঞ্জাব কিংসের অন্যতম কর্ণধার তিনি। শত ব্যস্ততার মাঝেও পঞ্জাব কিংসের ম্যাচ থাকলে দলকে তাতাতে উপস্থিত থাকেন প্রীতি জিন্টা। এ মরসুমে তো এক ম্যাচে অসুস্থতা নিয়েও স্ট্যান্ডে হাজির ছিলেন প্রীতি। তাঁর বিভিন্ন সামাজিক উদ্যোগও মন জয়ে করে নেয়। আইপিএলের মাঝেই ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে। যার জেরে বেশ কিছুদিনের জন্য স্থগিত রাখা হয়েছিল আইপিএল। তারই প্রেক্ষিতে পঞ্জাব কিংসের অন্যতম কর্ণধার প্রীতি জিন্টা একটি উদ্যোগ নেন।
দেশের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে এই উদ্যোগ প্রীতির। আইপিএল ফের শুরু হয়েছে। পঞ্জাব কিংস প্লে-অফেও জায়গা করে নিয়েছে। যদিও পঞ্জাবের পরবর্তী হোম ম্যাচগুলো হচ্ছে রাজস্থানের জয়পুরে। পঞ্জাব কিংসের অর্থ থেকেই শহিদদের পরিবারের জন্য ১.১০ কোটি টাকা তহবিলে দিয়েছেন প্রীতি জিন্টা। জয়পুরে একটি ইভেন্টে পঞ্জাব কিংসের কর্ণধার প্রীতি জিন্টা জানান, দেশের সাহসী সৈনিক যাঁরা দেশের জন্য প্রাণ দিয়েছেন, তাঁদের পরিবারের পাশে দাঁড়ানো কর্তব্য।
জয়পুরে এই ইভেন্টে উপস্থিত ছিলেন ভারতীয় সেনার কর্তারাও। এ ছাড়াও অনেক সেনা কর্মীর পরিবার-স্বজনরা ছিলেন। পঞ্জাব কিংসের কর্ণধার প্রীতি জিন্টা বলেন, ‘সাহসী পরিবারদের পাশে দাঁড়ানো যেমন কর্তব্য তেমনই গর্বের বিষয়ও। ওঁদের অবদানের প্রতিদান দেওয়া আমাদের পক্ষে অসম্ভব। তবে তাঁদের পরিবারের পাশে দাঁড়িয়ে আমরা একটু সহযোগিতা করতেই পারি। আমাদের সেনার প্রতি গর্বিত, কৃতজ্ঞ।’
