
কলকাতা: এক মাসও হয়নি পহেলগাঁওতে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৫ জন নিরীহ পর্যটক। বেছে বেছে হিন্দু পর্যটকদের নিশানা করেছিল জঙ্গিরা। কাশ্মীরে এই হত্যালীলার পরই ভারত সরকার জানিয়েছিল, সময় এলেই যোগ্য জবাব দেওয়া হবে। সেই মতো মঙ্গলবার গভীর রাতে ‘অপারেশন সিঁদুর’ অভিযান শুরু করে ভারতীয় সেনা। পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি ভেঙে গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনারা। সূত্রের খবর, ভারতের এই আঘাতের ফলে পাকিস্তানে ১০০-জনেরও বেশি নিহত হয়েছে। কান্দাহার বিমান হাইজ্যাক করা কুখ্যাত জঙ্গি মাসুদ আজহারের পরিবার প্রায় ১০ সদস্য মারা গিয়েছে। দেশের অনেকেই ভারতের এই ‘অপারেশন সিঁদুর’ অ্যাকশন নিয়ে মুখ খুলেছেন। দেশের সেনাদের প্রতি সম্মান জানিয়েছেন। ভারতের একাধিক প্রাক্তন ক্রিকেটার এই তালিকায় রয়েছেন। এই আবহে এ বার গর্জে উঠলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Sourav Ganguly)।
নিজের ফেসবুকে সৌরভ লিখেছেন, ‘সন্ত্রাসবাদের তীব্র নিন্দা করছি। এর বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ এবং অবিচল। সন্ত্রাসবাদকে আর সহ্য করা যাবে না এবং সহ্য করাও হবে না। আমাদের একতা ভয়ের থেকেও শক্তিশালী।’
ভারত-পাকিস্তান যুদ্ধের যে আবহ তৈরি হয়েছে, তাতে কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যগুলিকে মক ড্রিলের নির্দেশ দেওয়া হয়েছিল। এরই মাঝে ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালিয়ে সফল ভারতীয় সেনারা। এরপর থেকে দফায় দফায় নানা বৈঠক হচ্ছে। বুধবার সন্ধেতে নবান্ন থেকে বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সেখানে তিনি জানান, সকলকে এ বার কাঁধে কাঁধ মিলিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে লড়া করতে হবে। ভয় না পেয়ে একজোট থাকার বার্তাও শোনা গিয়েছে মমতার মুখে। সেই একই ধরনের কথা এ বার মহারাজের মুখেও।