Tejashwi Yadav: রাহুলের পর এবার তেজস্বী, গুজরাটিদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় দায়ের মানহানির মামলা
Defamation Case: গত মার্চ মাসে বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব বলেন, "এখন দেশের এমন অবস্থা হয়েছে যে একমাত্র গুজরাটিরাই প্রতারক হতে পারে, কারণ তাদের প্রতারণা মাফ করে দেওয়া হয়।"
আহমেদাবাদ: মোদী পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করে মানহানি মামলায় (Defamation Case) জড়িয়ে পড়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। মানহানি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন রাহুল, তাঁকে দুই বছরের সাজাও দিয়েছে সুরাটের আদালত। দুই বছরের কারাদণ্ডের সাজা পাওয়ায় সাংসদ পদও খুইয়েছেন রাহুল। এবার রাহুল গান্ধীর মতোই বিহারের উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদবের (Tejashwi Yadav) বিরুদ্ধেও দায়ের হল মানহানির মামলা। জানা গিয়েছে, গুজরাটিদের নিয়ে বিতর্কিত মন্তব্য করার প্রেক্ষিতে আরজেডি নেতার বিরুদ্ধে আহমেদাবাদের একটি আদালতে মানহানির মামলা দায়ের করা হয়েছে।
কী বলেছিলেন তেজস্বী?
জানা গিয়েছে, ‘গুজরাটিরাই প্রতারক হয়’- এই বিতর্কিত মন্তব্যের জেরেই তেজস্বী যাদবের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। গত মার্চ মাসে বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব বলেন, “এখন দেশের এমন অবস্থা হয়েছে যে একমাত্র গুজরাটিরাই প্রতারক হতে পারে, কারণ তাদের প্রতারণা মাফ করে দেওয়া হয়।”
কয়েকশো কোটি টাকার প্রতারণার অভিযোগে অভিযুক্ত পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চোকসির বিরুদ্ধে ইন্টারপোলের তরফে যে রেড কর্নার নোটিস জারি করা হয়েছিল, তা তুলে নেওয়ার পরই এই বিতর্কিত মন্তব্য করেছিলেন তেজস্বী যাদব।
তাঁর এই মন্তব্যের জেরেই সম্প্রতি হরেশ মেহতা নামক এক ব্য়বসায়ী আহমেদাবাদের মেট্রোপলিটন আদালতে মামলা দায়ের করেন। মামলাকারীর দাবি, তিনি সংবাদমাধ্য়মে তেজস্বী যাদবের মন্তব্য দেখতে পান। তাঁর এই মন্তব্যে গুজরাটিদের ভাবাবেগে আঘাত করা হয়েছে বলেই দাবি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তেজস্বী যাদবের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। আগামী ১ মে এই মামলার শুনানি রয়েছে। সূত্রের খবর, মামলার শুনানির জন্য আদালত তেজস্বী যাদবকে হাজিরার সমন পাঠাতে পারে।