Karnataka Reservation Quota: ভোটের আগে কর্নাটকে বাড়ানো হল আসন সংরক্ষণ, মুসলিম সংরক্ষণ প্রত্যাহার বোম্মাই সরকারের

Karnataka Assembly Election 2023: সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কর্নাটকের ভোক্কালিগাদের জন্য সংরক্ষণ ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৭ শতাংশ করা হচ্ছে। পঞ্চমাসালি, লিঙ্গায়তদের জন্য সংরক্ষণও ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৭ শতাংশ করা হয়েছে। জনজাতি বা শিডিউল কাস্টের জন্য় সংরক্ষণও ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৭ শতাংশ করা হয়েছে।

Karnataka Reservation Quota: ভোটের আগে কর্নাটকে বাড়ানো হল আসন সংরক্ষণ, মুসলিম সংরক্ষণ প্রত্যাহার বোম্মাই সরকারের
মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। ছবি:PTI
Follow Us:
| Edited By: | Updated on: Mar 25, 2023 | 6:35 AM

বেঙ্গালুরু: মাস পার হলেই বিধানসভা নির্বাচন। তার আগেই বড় সিদ্ধান্ত নিল কর্নাটক সরকার (Karnataka Government)। মুখ্য়মন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের (Basavaraj Bommai) ক্যাবিনেট বড় বদল আনল রাজ্যের সংরক্ষণে (Reservation Quota)। কর্নাটকে আসন সংরক্ষণ ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৫৬ শতাংশ করা হল। তবে সবথেকে বড় যে পরিবর্তন নজর কেড়েছে, তা হল মুসলিমদের সংরক্ষণ প্রত্যাহার করে নেওয়া। আগে কর্নাটকে মুসলিমদের জন্য যে ৪ শতাংশ আসন সংরক্ষণ করে রাখা হত, তা প্রত্যাহার করে নেওয়া হল। এবার থেকে আর্থিকভাবে দুর্বল শ্রেণির জন্য যে ১০ শতাংশ আসন সংরক্ষিত থাকে, সেই সংরক্ষণের অধীনেই রাজ্যের মুসলিমরা সংরক্ষণ পাবেন।

শুক্রবার কর্নাটক সরকারের ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয় যে সংংরক্ষণ ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৫৬ শতাংশ করা হচ্ছে। অন্যদিকে, রাজ্যে ওবিসি মুসলিমদের জন্য যে ৪ শতাংশ আসন সংরক্ষণ করা থাকত শিক্ষা ও কর্মক্ষেত্রে, তা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। এবার থেকে এই সংরক্ষণ পাবেন ভোক্কালিগা ও লিঙ্গায়তরা। মুসলিমদের জন্য সংরক্ষণকে আর্থিকভাবে দুর্বল শ্রেণির জন্য যে ১০ শতাংশ সংরক্ষণ থাকে, তার অন্তর্গত করা হয়েছে।

এদিন কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই বলেন, “আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। ক্য়াবিনেটের সাব-কমিটি রাজ্যের সংরক্ষণের বিভাজনে কিছু পরিবর্তনের পরামর্শ দিয়েছিল। আমরা সেই অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছি। এবার থেকে পিছিয়ে পড়া শ্রেণি দুই ভাগে বিভক্ত করা হবে। আরও পিছিয়ে পড়া শ্রেণি ও সবথেকে পিছিয়ে পড়া শ্রেণি। ধর্মীয় সংরক্ষণ প্রত্যাহার করে নিয়ে তাদের আর্থিকভাবে দুর্বল শ্রেণির অন্তর্গত করা হয়েছে। তবে সংরক্ষণের শর্তে কোনও পরিবর্তন করা হয়নি।”

কর্নাটক সরকারের আসন সংরক্ষণে রদবদল আনার সিদ্ধান্তের জেরে রাজ্যে সংরক্ষণ ৫০ শতাংশ থেকে বেড়ে ৫৬ শতাংশে পৌঁছেছে, যা সুপ্রিম কোর্টের সুপারিশকে অমান্য করে। সুপ্রিম কোর্টের তরফে দেশের যেকোনও রাজ্যে সংরক্ষণের সর্বোচ্চ হার ৫০ শতাংশে বেধে দিয়েছিল। উল্লেখ্য, রাজ্যে সংরক্ষণের হার ৫০ শতাংশের নীচে কমিয়ে নিয়ে আসার আবেদন এখনও কর্নাটক হাইকোর্টে শুনানি হচ্ছে।

সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কর্নাটকের ভোক্কালিগাদের জন্য সংরক্ষণ ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৭ শতাংশ করা হচ্ছে। পঞ্চমাসালি, লিঙ্গায়তদের জন্য সংরক্ষণও ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৭ শতাংশ করা হয়েছে। জনজাতি বা শিডিউল কাস্টের জন্য় সংরক্ষণও ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৭ শতাংশ করা হয়েছে। উপজাতি বা শিডিউল ট্রাইবের জন্য আসন সংরক্ষণ ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৭ শতাংশ করা হয়েছে।

কর্নাটকের আসন সংরক্ষণ- আগে ও পরে:

আগে কর্নাটকের আসন সংরক্ষণের হার ছিল-

  • ক্য়াটেগরি ১ (পিছিয়ে পড়া শ্রেণি)- ৪ শতাংশ
  • ক্য়াটেগরি ২এ (ওবিসি)- ১৫ শতাংশ
  • ক্যাটেগরি ২বি(মুসলিম)- ৪ শতাংশ
  • ক্য়াটেগরি ৩এ (ভোক্কালিগা)- ৪ শতাংশ
  • ক্য়াটেগরি ৩বি (লিঙ্গায়ত, মারাঠা, খ্রিস্টান)- ৫ শতাংশ
  • জনজাতি- ১৫ শতাংশ
  • উপজাতি- ৩ শতাংশ
  • এই নিয়ে কর্নাটকের মোট ৫০ শতাংশ আসন সংরক্ষিত থাকত শিক্ষা ও চাকরির ক্ষেত্রে।

নতুন আসন সংরক্ষণ-

শুক্রবার কর্নাটক সরকারের সিদ্ধান্তের পর নতুন যে আসন সংরক্ষণের বিভাজন তৈরি করা হয়েছে, তা হল

  • ক্য়াটেগরি ১ (পিছিয়ে পড়া শ্রেণি)- ৪ শতাংশ
  • ক্য়াটেগরি ২এ (ওবিসি)- ১৫ শতাংশ
  • ক্যাটেগরি ২বি (মুসলিম) -শূন্য়
  • ক্যাটেগরি ২সি (ভোক্কালিগা)- ৬ শতাংশ
  • ক্য়াটেগরি ২ডি (লিঙ্গায়ত, মারাঠা, খ্রিস্টান) – ৭ শতাংশ
  • জনজাতি- ১৭ শতাংশ
  • উপজাতি- ৭ শতাংশ।

সব মিলিয়ে রাজ্যে শিক্ষা ও চাকরি ক্ষেত্রে মোট ৫৬ শতাংশ আসন সংরক্ষিত থাকছে।