AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shivraj Singh Chouhan: মুখ্যমন্ত্রী বাছাইয়ের আগে ‘রাম রাম’ বললেন শিবরাজ, কীসের ইঙ্গিত?

Madhya Pradesh Assembly Election 2023: আগামী মঙ্গলবারই নতুন নির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠকে বসবেন বিজেপির পর্যবেক্ষকরা। ওই বৈঠকেই মুখ্যমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের বাছাই করা হবে বলে অনুমান। তার আগেই শনিবার মুখ্যমন্ত্রীর পদ নিয়ে আরও রহস্য বাড়ালেন শিবরাজ সিং চৌহান। এক্স হ্যান্ডেলে নিজের একটি পোস্ট করে তার ক্যাপশনে লেখেন, "সবাইকে রাম রাম"।  

Shivraj Singh Chouhan: মুখ্যমন্ত্রী বাছাইয়ের আগে 'রাম রাম' বললেন শিবরাজ, কীসের ইঙ্গিত?
রহস্য বাড়াচ্ছে শিবরাজ সিং চৌহান।Image Credit: Twitter
| Edited By: | Updated on: Dec 10, 2023 | 10:11 AM
Share

ভোপাল: নির্বাচনের ফল ঘোষণার এক সপ্তাহ পার হয়ে গিয়েছে, এখনও অবধি তিন রাজ্যের মুখ্যমন্ত্রী বাছাই করে উঠতে পারেনি বিজেপি(BJP)। মধ্য় প্রদেশ (Madhya Pradesh), রাজস্থান (Rajasthan) ও ছত্তীসগঢ়ের (Chhattisgarh) মুখ্যমন্ত্রী কে হবেন, তা বাছাই করতে ম্যারাথন বৈঠক করছে বিজেপি। তিন রাজ্যের জন্য নিয়োগ করা হয়েছে নয়জন পর্যবেক্ষকও নিয়োগ করা হয়েছে। কোন রাজ্যে কে মুখ্যমন্ত্রী হবেন, এই জল্পনার মাঝেই রহস্যজনক পোস্ট মধ্য প্রদেশের বিদায়ী মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের (Shivraj Singh Chouhan)। শনিবার হঠাৎই তিনি পোস্ট করেন, “সবাইকে রাম রাম”। এরপরেই জল্পনা শুরু হয়েছে, তিনি কি সকলকে বিদায় জানালেন?

আগামী মঙ্গলবারই নতুন নির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠকে বসবেন বিজেপির পর্যবেক্ষকরা। ওই বৈঠকেই মুখ্যমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের বাছাই করা হবে বলে অনুমান। তার আগেই শনিবার মুখ্যমন্ত্রীর পদ নিয়ে আরও রহস্য বাড়ালেন শিবরাজ সিং চৌহান। এক্স হ্যান্ডেলে নিজের একটি পোস্ট করে তার ক্যাপশনে লেখেন, “সবাইকে রাম রাম”।

হিন্দিতে ‘রাম রাম’ কাউকে সম্ভাষণ জানাতেও যেমন ব্য়বহার করা হয়, তেমনই বিদায় জানাতেও ব্যবহার করা হয়। তবে কি শিবরাজ সিং নিজের মুখ্যমন্ত্রী হওয়ার ইঙ্গিত দিলেন নাকি বিদায় জানালেন?