Teacher marry Student: ঘরেতে বউ, স্কুলের ছাত্রীকে বিয়ে করে শ্রীঘরে শিক্ষক
স্কুল থেকেই ভুল বুঝিয়ে ওই ছাত্রীকে নিয়ে গিয়েছিলেন ওই শিক্ষক। এর পর এক মন্দিরে ওই ছাত্রীকে বিয়ে করেন তিনি।
চিত্তুর: স্কুলের শিক্ষক তিনি। পড়ুয়াদের জীবন গড়ার শিক্ষা দেবেন তিনি। তাঁর বিরুদ্ধেই উঠল ছলচাতুরির অভিযোগ। স্কুলের এক নাবালিকা ছাত্রীকে ফুঁসলিয়ে তিনি বিয়ে করেছেন বলে অভিযোগ। স্কুল থেকেই ভুল বুঝিয়ে ওই ছাত্রীকে নিয়ে গিয়েছিলেন ওই শিক্ষক। এর পর এক মন্দিরে ওই ছাত্রীকে বিয়ে করেন তিনি। ঘটনাটি ঘটেছে অন্ধ্র প্রদেশের চিত্তুর জেলার গঙ্গাভারাম মণ্ডল এলাকায়। বিয়ের পর ওই ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন ওই শিক্ষক। বিয়ের আগে অনেক প্রতিশ্রুতি দিলেও বিয়ের পরই শিক্ষকের আচরণে পরিবর্তন লক্ষ্য করেন ওই ছাত্রী। এর পর তিনি গোটা ঘটনার কথা জানা নিজের বাবা-মাকে। এর পরই বিষয়টি নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত শিক্ষককে। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
অন্ধ্র প্রদেশের চিত্তুর জেলায় একটি গ্রামের স্কুলে শিক্ষকতা করতেন ৩৩ বছরের এক যুবক। তিনি বিবাবিত এবং তাঁর একটি বাচ্চা মেয়েও রয়েছে। কিন্তু ওই শিক্ষক স্কুলেরই দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে প্রেম নিবেদন করেন বলে অভিযোগ। স্কুলে শিক্ষকতার সুযোগ নিয়ে ওই ছাত্রীকে বিয়ে করার কথা বলেন। হাজারো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ১৭ বছরের ওই নাবালিকা কিশোরীকে বিয়ের জন্য রাজি করান বলে অভিযোগ। বুধবার ওই ছাত্রীর ফাইনাল পরীক্ষা শেষ হয়। এর পরই ওই ছাত্রীকে নিয়ে পালিয়ে যান শিক্ষক। এক মন্দিরে গিয়ে বিয়ে করেন।
ঘটনা নিয়ে সুধারক রেড্ডি নামের এক পুলিশ অফিসার বলেছেন, “ছাত্রীকে মিথ্যার জালে জড়িয়ে রাজি করায় শিক্ষক। এর পর তাঁকে এক মন্দিরে নিয়ে যান। সেখানে বিয়ে করেন দুজনে। বিয়ের পরই ছাত্রী দেখেন শিক্ষকের আচরণে পরিবর্তন। তখন তিনি নিজের বাবা-মাকে ঘটনার কথা জানান। এর পর নাবালিকার বাবা-মা গঙ্গাভারাম থানায় অভিযোগ দায়ের করেন।” সেই অভিযোগের ভিত্তিকে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের হয়েছে।