AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cheetah Death: তেজসের পর সূরজ, ১ সপ্তাহেই মৃত্যু ২ চিতার! কুনোর জঙ্গলে আর ক’টা চিতা রইল?

Kuno National Park: আধিকারিকরা জানিয়েছেন, চিতাটি কার্যত ধুঁকছিল। তার ঘাড়ের কাছে মাছি উড়তে দেখা যায়। কিন্তু চিতাটির কাছে যেতে গেলে, সে পালিয়ে যায়। পরে চিতাটির মৃতদেহ উদ্ধার করা হয়।

Cheetah Death: তেজসের পর সূরজ, ১ সপ্তাহেই মৃত্যু ২ চিতার! কুনোর জঙ্গলে আর ক'টা চিতা রইল?
প্রতীকী চিত্রImage Credit: Pixabay
| Edited By: | Updated on: Jul 15, 2023 | 11:30 AM
Share

ভোপাল: হারাধনের ১০টি ছেলের গল্প মনে রয়েছে? এক এক করে কীভাবে মৃত্যু হয়েছিল তার ছেলেদের? ঠিক সেই হাল কুনোর জঙ্গলের চিতাদেরও। মৃত্যু হল  আরও এক চিতার(Cheetah Death)। মধ্য় প্রদেশের কুনো জাতীয় উদ্যানে (Kuno National Park) শুক্রবার মৃত্যু হল আরও একটি চিতার দেহ। মধ্য় প্রদেশের বন্যপ্রাণ কর্তৃপক্ষের তরফে জানানো হয়, মনিটরিং টিমের নজরেই প্রথম চিতাটির মৃতদেহ নজরে আসে। চলতি সপ্তাহে এই নিয়ে দুটি চিতার মৃত্যু হল। দক্ষিণ আফ্রিকা (South Africa) থেকে আনা চিতার মধ্যে আটটি চিতারই মৃত্যু হয়েছে চলতি বছরে।

জানা গিয়েছে, শুক্রবার ভোর সাড়ে ৬টা নাগাদ কুনো জাতীয় উদ্যানের পালপুর পূর্ব জোনের মাসাবনী অঞ্চলে সূরজ নামক চিতাটিকে অসুস্থ অবস্থায় দেখতে পাওয়া যায়। আধিকারিকরা জানিয়েছেন, চিতাটি কার্যত ধুঁকছিল। তার ঘাড়ের কাছে মাছি উড়তে দেখা যায়। কিন্তু চিতাটির কাছে যেতে গেলে, সে পালিয়ে যায়। পরে চিতাটির মৃতদেহ উদ্ধার করা হয়। কী কারণে চিতাটির মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি।  এই নিয়ে বিগত চার মাসে আটটি চিতার মৃত্যু হল।