AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dhurv Helicopter: দু’মাসে তিনবার দুর্ঘটনার মুখোমুখি, ধ্রুব হেলিকপ্টারের ব্যবহার বন্ধ করল সেনা

Advanced Light Helicopter Dhruv: গত বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরে কিস্তাওয়াড়ে ভেঙে পড়ে ধ্রুব হেলিকপ্টার। এই নিয়ে গত দু' মাসে তিনবার দুর্ঘটনার সম্মুখীন হয় ধ্রুব। এরপরই এই কপ্টারের ব্যবহার বন্ধ করল সেনা।

Dhurv Helicopter: দু'মাসে তিনবার দুর্ঘটনার মুখোমুখি, ধ্রুব হেলিকপ্টারের ব্যবহার বন্ধ করল সেনা
ফাইল ছবি
| Edited By: | Updated on: May 06, 2023 | 2:06 PM
Share

নয়া দিল্লি: দু’দিন আগেই জম্মু ও কাশ্মীরের কিস্তওয়াড়ে ভেঙে পড়ে ভারতীয় সেনার ধ্রুব হেলিকপ্টার। এই দুর্ঘটনায় মৃত্য়ু হয় এক টেকিনিশিয়ানের। আহত হন দুই পাইলটছ। সূত্রের খবর, দুর্ঘটনার দু’দিন পরে এই অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার বসিয়ে দিল ভারতীয় সেনা।

ধ্রুব হেলিকপ্টারে এই দুর্ঘটনা প্রথম নয়। এর আগে গত মার্চ মাসে পরপর দুটি দুর্ঘটনার পর সম্প্রতি নৌবাহিনী ও উপকূলরক্ষী বাহিনী ধ্রুব হেলিকপ্টারগুলিকে বসিয়ে দিয়েছিল। তবে বিভিন্ন অপারেশনে প্রয়োজনীয়তার কারণে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর সেনাবাহিনী ফের ধ্রুব হেলিকপ্টার চালু করে। এই হেলিকপ্টার তৈরি করেছে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড (Hindustan Aeronautics Limited)। আর এই কপ্টারের পুনরায় অপারেশন শুরু করার জন্য HAL-র থেকে ছাড়পত্র পাওয়া বাধ্যতামূলক।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের কিস্তাওয়াড়ে ভেঙে পড়ে ধ্রুব হেলিকপ্টার। সেই সময় কপ্টারে তিন আধিকারিক উপস্থিত ছিলেন। দুই পাইলট ও এক টেকনিশিয়ান। ভেঙে পড়ার পর কপ্টারের অবশিষ্ট অংশ মারুসুদার নদী থেকে পাওয়া যায়। তিনজনকে উদ্ধার করে উদ্ধার করে উধমপুরের কম্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে অ্য়াভিয়েশন টেকনিশিয়ানের মৃত্যু হয়। গত দু’ মাসে এই নিয়ে তিনবার দুর্ঘটনার সম্মুখীন হয় ভারতীয় সেনার হেলিকপ্টার এএলএইচ ধ্রুব। এর আগে ভারতীয় নৌবাহিনী ধ্রুব আরব সাগরে অবতরণ করতে বাধ্য হয় এবং উপকূলরক্ষী বাহিনী ধ্রুব কোচি থেকে উড়ানের কিছুক্ষণ পরেই অবতরণ করে। এবার এই তিনটি দুর্ঘটনার পর ফের বসিয়ে দেওয়া হল ধ্রুব হেলিকপ্টার।