India-Pakistan Match Today: ‘বিধবাদের কটাক্ষ করেছিল পাকিস্তানের ক্রিকেটাররা’, পহেলগাঁও ভুলে গেল? ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বাড়ছে তরজা
Asia Cup India VS Pakistan Match: বিজেপি সরকারকে আক্রমণ করে তিনি প্রশ্ন করেন যে সরকার কি ঘোষণা করে দেবে যে অপারেশন সিঁদুর শেষ হয়ে গিয়েছে? তিনি বলেন, "এই ক্রিকেট ম্যাচ দেশের অনুভূতির প্রতি অপমান। যেখানে আমাদের সেনারা সীমান্তে আত্মত্যাগ করছেন, সেখানে আমাদের কি পাকিস্তানের সঙ্গে খেলা উচিত?"

নয়া দিল্লি: একে রবিবার, তারপর ভারত বনাম পাকিস্তানের ম্যাচ (India Vs Pakistan Match)। হাইভোল্টেজ এই ম্যাচ নিয়ে উত্তেজনা, উন্মাদনার অভাব থাকে না ক্রিকেটপ্রেমীদের মধ্যে। তবে আজকের ম্যাচ একটু আলাদা। চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারাতে যেখানে মুখিয়ে থাকে সকলে, সেখানেই আজ অনেক ক্রিকেটপ্রেমীরাই চাইছেন, ম্যাচ যেন না হয়। পাকিস্তানের সঙ্গে খেলা হোক, চাইছেন না তারা। রাজনীতির তরজাও বাড়ছে ক্রমে।
এশিয়া কাপে আজ ভারত বনাম পাকিস্তানের ম্য়াচ। তবে অনেকেরই আপত্তি এই ম্যাচ নিয়ে। পহেলগাঁও হামলার পর ভারত যেখানে কঠোর অবস্থান নিয়েছিল সিন্ধু জল চুক্তি স্থগিত করে, পাকিস্তানকে সাফ বার্তা দিয়েছিল যে রক্ত ও জল একসঙ্গে বইতে পারে না, সেখানে কেন সেই পাকিস্তানের সঙ্গেই খেলা হচ্ছে? পহেলগাঁওয়ের নিরাপরাধ ২৬ টি প্রাণের কথা কি ভুলে গেল ক্রিকেট বোর্ড? সেনাবাহিনীর আত্মত্যাগ কি ভুলে গিয়েছে?
শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে ইতিমধ্য়েই আজকের খেলার বিরোধিতা করে ‘সিঁদুর’ বিক্ষোভ শুরু করেছেন মহারাষ্ট্র জুড়ে। তিনি বলেছেন, “এই ম্যাচ বয়কট করুন। বিশ্বের কাছে সন্ত্রাসবাদ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরার এটাই সুযোগ। যতক্ষণ সন্ত্রাসবাদ শেষ হচ্ছে না, ততক্ষণ পাকিস্তানের সঙ্গে কোনও সম্পর্ক রাখা উচিত নয়।”
বিজেপি সরকারকে আক্রমণ করে তিনি প্রশ্ন করেন যে সরকার কি ঘোষণা করে দেবে যে অপারেশন সিঁদুর শেষ হয়ে গিয়েছে? তিনি বলেন, “এই ক্রিকেট ম্যাচ দেশের অনুভূতির প্রতি অপমান। যেখানে আমাদের সেনারা সীমান্তে আত্মত্যাগ করছেন, সেখানে আমাদের কি পাকিস্তানের সঙ্গে খেলা উচিত?”
প্রাক্তন দিল্লির মন্ত্রী তথা আপ নেতা সৌরভ ভরদ্বাজ আবার পাকিস্তানি খেলোয়াড়দের ছবি পোড়ান। তিনি বলেন, “পহেলগাঁও হামলায় যে মহিলারা তাদের স্বামীদের হারিয়েছেন, তাদের জন্য এটা অপমানজনক। তাও আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব ভারত-পাকিস্তান ম্যাচ খেলার জন্য রাজি হয়েছে। পাকিস্তানের ক্রিকেটাররা আমাদের বিধবা মহিলাদের কটাক্ষ করেছিলেন। আমরা তাদের সঙ্গে খেলব।”
