Assembly Election Results 2022 LIVE Streaming: লক্ষ্মীবারেই ভোট গণনা ৫ রাজ্যে, বিধানসভা নির্বাচনের ফলাফল কোথায়-কখন দেখবেন, জেনে নিন
5 State Assembly Election Results 2022 LIVE Streaming: উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া, মণিপুর ও পঞ্জাবের বিধানসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই নির্বাচন থেকেই লোকসভার ফলের আন্দাজ পাওয়া যাবে।
নতুন বছরের শুরুতেই দামামা বেজে গিয়েছিল নির্বাচনের। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিকেই নজর ছিল গোটা দেশের। আগামী ২০২৪ সালেই রয়েছে লোকসভা নির্বাচন। এর পরিপ্রেক্ষিতে উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া, মণিপুর ও পঞ্জাবের বিধানসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই নির্বাচন থেকেই লোকসভার ফলের আন্দাজ পাওয়া যাবে। ইতিমধ্যেই পাঁচ রাজ্যের ভোটগ্রহণ শেষ হয়েছে। গোয়া, পঞ্জাব ও উত্তরাখণ্ডে এক দফাতেই নির্বাচন হয়েছিল। মণিপুরে দুই দফায় এবং উত্তর প্রদেশে সাত দফায় নির্বাচন হয়েছে। আগামী ১০ মার্চ, বৃহস্পতিবার পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে।
নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ীই বিভিন্ন গণমাধ্যমে সরাসরি এই ভোটের ফল জানা যাবে। টিভি ৯ বাংলা চ্যানেল ও ওয়েবসাইটে পাঁচ রাজ্যের নির্বাচনের ফল জানা যাবে।
৫ রাজ্যের নির্বাচনের ফল কোথায় দেখবেন-
পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলের লাইভ স্ট্রিমিংয়ের জন্য www.tv9bangla.com ওয়েবসাইটে নজর রাখতে পারেন। এছাড়াও আমাদের টিভি চ্যানেল এবং টুইটার অ্যাকাউন্ট, ফেসবুক, ইউটিউব চ্যানেল বা লাইভ টিভিতেও নির্বাচনের ফলের যাবতীয় আপডেট দেখতে পাবেন। আগামিকাল, ১০ মার্চ সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হবে। টিভি৯ বাংলা-র টিভি চ্যানেল ও ওয়েবসাইটে সকাল থেকেই নির্বাচন সংক্রান্ত যাবতীয় প্রয়োজনীয় পাবেন।
এক নজরে দেখে নিন কোন কোন ওয়েবসাইটে ৫ রাজ্যের নির্বাচনের ফল জানতে পারবেন-
লাইভ টিভি : https://tv9bangla.com/live-tv
বাংলা ওয়েবসাইট: https://tv9bangla.com/
ইউটিউব: https://www.youtube.com/channel/UCHCR4UFsGwd_VcDa0-a4haw
টুইটার: https://twitter.com/Tv9_Bangla