AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lok Sabha Election: লোকসভা ভোটের সঙ্গেই বিধানসভা ভোট, শুরু ১৯ এপ্রিল থেকেই…

Assembly Election: দেশব্যাপী লোকসভা নির্বাচনের সঙ্গেই সমান্তরালভাবে চলবে বিধানসভা নির্বাচনও। চার রাজ্যের বিধানসভা ভোট হবে লোকসভা নির্বাচনের সঙ্গেই। ১৯ এপ্রিল থেকেই শুরু হয়ে যাবে বিধানসভা নির্বাচনের পর্বও। অরুণাচল প্রদেশ, সিকিম, অন্ধ্র প্রদেশ ও ওড়িশা - এই চার রাজ্যের বিধানসভা ভোট চলবে লোকসভা নির্বাচনের সঙ্গেই।

Lok Sabha Election: লোকসভা ভোটের সঙ্গেই বিধানসভা ভোট, শুরু ১৯ এপ্রিল থেকেই...
জাতীয় নির্বাচন কমিশন। Image Credit: TV9 Bangla
| Updated on: Mar 16, 2024 | 8:44 PM
Share

নয়া দিল্লি: লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। ১৯ এপ্রিল থেকে শুরু হয়ে সাত দফায় চলবে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব। দেশব্যাপী লোকসভা নির্বাচনের সঙ্গেই সমান্তরালভাবে চলবে বিধানসভা নির্বাচনও। চার রাজ্যের বিধানসভা ভোট হবে লোকসভা নির্বাচনের সঙ্গেই। ১৯ এপ্রিল থেকেই শুরু হয়ে যাবে বিধানসভা নির্বাচনের পর্বও। অরুণাচল প্রদেশ, সিকিম, অন্ধ্র প্রদেশ ও ওড়িশা – এই চার রাজ্যের বিধানসভা ভোট চলবে লোকসভা নির্বাচনের সঙ্গেই।

অরুণাচল প্রদেশে ৬০টি বিধানসভা কেন্দ্র রয়েছে। অরুণাচল প্রদেশে লোকসভা নির্বাচন হচ্ছে এক দফাতেই। অরুণাচলের দু’টি লোকসভা কেন্দ্রের পাশাপাশি ৬০টি বিধানসভা আসনের জন্যও সমান্তরালভাবে ভোটগ্রহণ হবে ১৯ এপ্রিল। এর পাশাপাশি সিকিমেও একটি লোকসভা কেন্দ্রের সঙ্গেই ৩২টি বিধানসভা কেন্দ্রের জন্য ভোটগ্রহণ হবে ১৯ এপ্রিল। অরুণাচল প্রদেশ ও সিকিম দুই জায়গাতেই এক দফাতেই বিধানসভা নির্বাচন মিটিয়ে ফেলছে কমিশন।

এর পাশাপাশি বাকি দুই রাজ্য অন্ধ্র প্রদেশ ও ওড়িশাতেও ভোট রয়েছে। অন্ধ্র প্রদেশেও ১৭৫টি বিধানসভা কেন্দ্রের ভোট হবে একদিনেই। ১৩ মে চতুর্থ দফার লোকসভা ভোটের দিন অন্ধ্র প্রদেশের বিধানসভা ভোট হবে সবকটি আসনে। ওড়িশার বিধানসভা ভোট হবে দুই দফায়। প্রথমে ২৫ মে লোকসভা ভোটের ষষ্ঠ দফার দিনে ওড়িশা বিধানসভার ৪২ আসনের ভোট হবে। এরপর সপ্তম দফার লোকসভা ভোটের দিন অর্থাৎ ১ জুন আরও ৪২টি আসনের ভোট হবে। সব কটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা হবে ৪ জুন লোকসভা ভোটের গণনার দিনেই।