AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ayodhya: রামের জন্মভূমিতে এ কী অনাচার! রামপথ-ভক্তিপথ থেকে চুরি প্রায় ৪০০০ বাঁশের বাতি ও প্রজেক্টর

Ayodhya Ram Mandir: অযোধ্যার রামপথ ও ভক্তিপথ থেকে চুরি যাচ্ছে লাইট ও প্রজেক্টর। কার্যত ফাঁকা করে দেওয়া হয়েছে বাতিস্তম্ভগুলি। কন্ট্রাক্টর পুলিশকে জানিয়েছেন, ৩৮০০টি বাঁশের কাজ করা বাতি বা লাইট এবং ৩৬টি গোবো প্রজেক্টর চুরি গিয়েছে, যার বাজারমূল্য ৫০ লক্ষ টাকারও বেশি। 

Ayodhya: রামের জন্মভূমিতে এ কী অনাচার! রামপথ-ভক্তিপথ থেকে চুরি প্রায় ৪০০০ বাঁশের বাতি ও প্রজেক্টর
রামপথ থেকে চুরি যাচ্ছে লাইট। ফাইল ছবি।Image Credit: X
| Updated on: Aug 14, 2024 | 7:05 AM
Share

অযোধ্যা: রাম মন্দিরের নির্মাণ এখনও সম্পূর্ণ শেষ হয়নি, তার আগেই শুরু হয়ে গেল চুরি। রামপথ, যে পথ ধরে অযোধ্যার রাম মন্দিরে যেতে হয়, সেই রাস্তা থেকে উধাও হয়ে গিয়েছে বাঁশের কারুকাজ করা লাইট। তাও আবার দু-চারটে নয়, প্রায় চার হাজার লাইট চুরি হয়েছে। পাশাপাশি ভক্তি পথ থেকে চুরি গিয়েছে গোবো প্রজেক্টরও, যার মাধ্যমে আলোর খেলা দেখানো হত। ৫০ লক্ষ টাকারও বেশি লাইট ও প্রজেক্টর চুরিতে এবার পুলিশে দায়ের হল এফআইআর।

জানা গিয়েছে, অযোধ্যার রামপথ ও ভক্তিপথ থেকে চুরি যাচ্ছে লাইট ও প্রজেক্টর। কার্যত ফাঁকা করে দেওয়া হয়েছে বাতিস্তম্ভগুলি। কন্ট্রাক্টর পুলিশকে জানিয়েছেন, ৩৮০০টি বাঁশের কাজ করা বাতি বা লাইট এবং ৩৬টি গোবো প্রজেক্টর চুরি গিয়েছে, যার বাজারমূল্য ৫০ লক্ষ টাকারও বেশি।

অযোধ্যা ডেভেলপমেন্ট অথারিটির তরফে এই লাইট ও প্রজেক্টর লাগানোর বরাত দেওয়া হয়েছিল যশ এন্টারপ্রাইজ ও কৃষ্ণা অটোমোবাইলকে। দুই সংস্থা রামপথে ৬৪০০টি বাঁশের কারুকার্য করা লাইট এবং ভক্তি পথে ৯৬টি গোবো প্রজেক্টর লাগিয়েছিল। কিন্তু এর মধ্যে ৩৮০০টি লাইট ও ৩৬টি প্রজেক্টর চুরি হয়ে গিয়েছে বলেই অভিযোগ।

গত ৯ অগস্ট রাম জন্মভূমি পুলিশ স্টেশনে অভিযোগ জানানো হয়। অভিযোগকারী সংস্থার তরফে জানানো হয়েছে, গত মে মাস থেকেই তারা লাইট উধাও হয়ে যাওয়ার বিষয়টি লক্ষ্য করেছেন। প্রায় ৪ হাজার লাইট চুরি হয়ে যাওয়ায় বাধ্য হয়ে পুলিশে অভিযোগ জানান তারা। পুলিশের তরফে এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করা হয়েছে।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)