Ayodhya Ram Mandir: সোনায় মুড়ছে রাম মন্দির, এই দরজা দিয়েই গর্ভগৃহে পা দেবেন রামলালা
Yogi Adityanath: উত্তর প্রদেশ সরকারের তরফে জানানো হয়েছে, অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহে প্রথম সোনার দরজা বসানো হয়েছে। আগামী ৩ দিনে আরও ১৩টি সোনার দরজা বসানো হবে। মোট ৪৬টি সোনার দরজা বসানো হবে রাম মন্দিরে, তার মধ্যে ৪২টি দরজাতেই সোনার পরত বসানো থাকবে।
অযোধ্যা: হাতে আর মাত্র ১২ দিন। তারপরই উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রাম মন্দিরের (Ram Mandir)। জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাম মন্দিরের গর্ভগৃহের কাজ এগোল আরও এক ধাপ। রাম মন্দিরে বসল সোনার দরজা (Golden Gate)। ১২ ফুট উচ্চতা ও ৮ ফুট চওড়া ওই সোনার দরজা বসানো হয়েছে হয়েছে রাম মন্দিরের গর্ভগৃহের দোতলায়। কেমন দেখতে সেই দরজা জানেন?
উত্তর প্রদেশ সরকারের তরফে জানানো হয়েছে, অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহে প্রথম সোনার দরজা বসানো হয়েছে। আগামী ৩ দিনে আরও ১৩টি সোনার দরজা বসানো হবে। মোট ৪৬টি সোনার দরজা বসানো হবে রাম মন্দিরে, তার মধ্যে ৪২টি দরজাতেই সোনার পরত বসানো থাকবে।
মঙ্গলবারই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেন যে রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে আগামী ২২ জানুয়ারি রাজ্যের সমস্ত স্কুল-কলেজ ছুটি থাকবে। রাম মন্দির উদ্বোধনের দিন রাজ্যের কোথাও মদ বিক্রি করা যাবে না, এ কথাও জানান তিনি। মন্দিরের নির্মাণের কাজ খতিয়ে দেখার সময়ই মুখ্যমন্ত্রী যোগী জানান, কুম্ভ মডেলে অযোধ্যায় সাফ-সাফাই বজায় রাখা হবে। আগামী ১৪ জানুয়ারি থেকে এই সাফাই অভিযান শুরু হবে।