Ram Temple Priest: ‘বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা থেকে ২০২৪-এর ভোট শুভ হবে’, মন্তব্য রাম মন্দিরের প্রধান পুরোহিতের
Ayodhya: বিগ্রহের প্রতিস্থাপনা আগামী ২২ জানুয়ারি হলেও ১৫ তারিখ থেকেই রাম মন্দিরে বিশেষ পুজো-অনুষ্ঠান শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন আচার্য সত্যেন্দ্র দাস। আবার রামলালার প্রসাদ হিসাবে ১ জানুয়ারি থেকেই অযোধ্যাবাসীকে 'অক্ষত রাইস' (হলুদ ও ঘই মেশানো দানাশস্য) দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
অযোধ্যা: ‘রাম-রাজ্য’ আসছে। বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা থেকে ২০২৪-এর নির্বাচন, সবকিছুই ‘শুভ’ হবে। এমনই মন্তব্য করেছেন অযোধ্যার রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস। শুধু তাই নয়, এবার রাম রাজ্যে সকলে ‘সুখী হবে’ বলেও তাঁর দাবি।
আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হবে। সেই প্রসঙ্গেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেশে ‘রাম রাজ্য’ চালু হওয়ার কথা বলেন অযোধ্যার রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস। বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার সঙ্গে-সঙ্গে সুখ-শান্তি ফিরে আসবে দাবি জানিয়ে আচার্য বলেন, “কেবল শান্তি নয়, রাম রাজ্য আসছে। রামলালা গর্ভগৃহে আসন গ্রহণ করবেন।” এরপরই ‘রাম রাজ্য আসবে, সকলে আনন্দের গান গাইবে’ বলে ছড়া ধরেন আচার্য সত্যেন্দ্র দাস।
‘রাম রাজ্য’ বলতে আদতে সুশাসন প্রতিষ্ঠা হওয়ার কথাই উল্লেখ করেছেন আচার্য। তিনি আরও বলেন, “রাম বিগ্রহের প্রতিষ্ঠা হলেই সমস্ত কষ্ট, যন্ত্রণা, দুশ্চিন্তা দূর হয়ে যাবে এবং সকলে খুব খুশি হবে।” এপ্রসঙ্গে আসন্ন লোকসভা নির্বাচনের উল্লেখ করে রাম মন্দিরের প্রধান পুরোহিত বলেন, “রামলালার প্রাণ প্রতিষ্ঠা এবং ২০২৪-এর ভোট- দুটিই শুভ হবে। দেশবাসী খুব উপকৃত হবে।” তাই ২০২৪ সালকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেও উল্লেখ করেছেন আচার্য সত্যেন্দ্র দাস।
বিগ্রহের প্রতিস্থাপনা আগামী ২২ জানুয়ারি হলেও ১৫ তারিখ থেকেই রাম মন্দিরে বিশেষ পুজো-অনুষ্ঠান শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন আচার্য সত্যেন্দ্র দাস। আবার রামলালার প্রসাদ হিসাবে ১ জানুয়ারি থেকেই অযোধ্যাবাসীকে ‘অক্ষত রাইস’ (হলুদ ও ঘই মেশানো দানাশস্য) দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।