Sadhguru on Tirupati laddu controversy: তিরুপতির লাড্ডু বিতর্কে মুখ খুললেন সদগুরু

Sep 22, 2024 | 9:49 PM

Sadhguru on Tirupati laddu controversy: অন্ধ্র প্রদেশের তিরুপতিতে ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে হাজার হাজার পুণ্যার্থী ভিড় করেন। মন্দিরের প্রসাদ হিসেবে লাড্ডু সংগ্রহ করেন তাঁরা। আর সেই লাড্ডুতে ঘিয়ের পরিবর্তে পশুর চর্বি, মাছের তেল ব্যবহারের অভিযোগ উঠেছে।

Sadhguru on Tirupati laddu controversy: তিরুপতির লাড্ডু বিতর্কে মুখ খুললেন সদগুরু
মন্দির ভক্তদের দ্বারা চালিত হওয়া দরকার, বললেন সদগুরু

Follow Us

নয়াদিল্লি: তিরুপতি মন্দিরের লাড্ডুতে পশুর চর্বি মেশানোর অভিযোগ ঘিরে বিতর্ক বেধেছে। এবার এই নিয়ে মুখ খুললেন ইশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠা সদগুরু জাগ্গি বাসুদেব। লাড্ডুতে পশুর চর্বি মেশানোকে ন্যক্কারজনক বললেন তিনি। একইসঙ্গে তাঁর বক্তব্য, মন্দির ভক্তদের দ্বারা চালিত হওয়া দরকার, প্রশাসন দ্বারা নয়।

তিরুপতি মন্দিরের লাড্ডু বির্তক নিয়ে এক্স হ্যান্ডলে সদগুরু লেখেন, “মন্দিরের প্রসাদের মধ্যে ভক্তরা পশুর চর্বি খাচ্ছে, এটা ন্যক্কারজনক। এই জন্যই মন্দির ভক্তদের দ্বারা চালিত হওয়া দরকার, প্রশাসনের দ্বারা নয়। যেখানে কোনও ভক্তি নেই। সেখানে কোনও পবিত্রতা নেই। মন্দিরগুলি ধর্মপ্রাণ হিন্দুদের দ্বারা চালিত করা হোক, প্রশাসনের দ্বারা নয়।”

অন্ধ্র প্রদেশের তিরুপতিতে ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে হাজার হাজার পুণ্যার্থী ভিড় করেন। মন্দিরের প্রসাদ হিসেবে লাড্ডু সংগ্রহ করেন তাঁরা। আর সেই লাড্ডুতে ঘিয়ের পরিবর্তে পশুর চর্বি, মাছের তেল ব্যবহারের অভিযোগ উঠেছে।

এই নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন ভক্তরা। সরকার নিয়ন্ত্রিত সংস্থা তিরুপতি মন্দিরের দায়িত্বে রয়েছে। এর ফলে ধর্মীয় প্রতিষ্ঠান সরকার নিয়ন্ত্রিত সংস্থা দিয়ে পরিচালনা করা উচিত কি না, তা নিয়ে বিতর্ক বেধেছে। মন্দিরের পরিচালন কমিটি ধর্মপ্রাণ ব্যক্তিদের হাতে সঁপে দেওয়ার দাবি উঠেছে।

Next Article